প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৪ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪০ পিএম
এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায় এ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। একাদশেও তাই ছিল বেশকিছু পরিবর্তন। ফেরানো হয়েছে তানজিদ তামিম ও এনামুল বিজয়কে। এর আগে প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরলেও এদিন শুরু পেয়েছিলেন তামিম। তবে সঙ্গ পাননি অভিজ্ঞ লিটনের থেকে। এর পর পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনিও। ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ২০ রানে ২ উইকেট। এনামুল বিজয়কে নিয়ে থিতু হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন সাকিব।
আনুষ্ঠানিকতার এ ম্যাচে টস হেরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলবেন পেসার তানজিম হাসান সাকিব। ভারত একাদশে আছে পাঁচ পরিবর্তন। অভিষেক ওয়ানডে খেলবেন তিলক ভার্মা। এ ছাড়া ভারত একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা ও সূর্যকুমার যাদব।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ঈশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা।