প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫০ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৭ পিএম
শুরু থেকেই দুরন্ত বোলিং করছে ভারতীয় বোলাররা। চেপে ধরেছে বাংলাদেশের ব্যাটারদের। শার্দুল-শামিদের পেস তোপের সামনে যেন দাঁড়াতেই পারছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। দলকে বিপদে ফেলে সাজঘরের পথ ধরেছেন মেহেদী হাসান মিরাজও। অক্ষর প্যাটেলের বলে ফেরার আগে ১৩ রানের বেশি করতে পারেননি এ তারকা অলরাউন্ডার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ৬২।
আরও পড়ুন - লিটনের পর ফিরলেন তামিম, ধুঁকছে বাংলাদেশ
এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ায় এ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। বাংলাদেশের একাদশেও তাই ছিল বেশ কিছু পরিবর্তন। ফেরানো হয়েছে তানজিদ তামিম ও এনামুল বিজয়কে। এর আগে প্রথম ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরলেও এদিন শুরু পেয়েছিলেন তামিম। তবে সঙ্গ পাননি অভিজ্ঞ লিটন থেকে। এর পরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনিও। ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
আনুষ্ঠানিকতার এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ভারত একাদশে আছে পাঁচ পরিবর্তন। অভিষেক ওয়ানডে খেলছেন তিলক ভার্মা। এ ছাড়া ভারত একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা ও সূর্যকুমার যাদব।