প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৭ পিএম
এশিয়া কাপের গ্রুপপর্ব থেকেই বাদ পড়তে হয়েছে আফগানিস্তানকে। সুপার ফোর নিশ্চিতের ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয়েছে তাদের। ফলে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি। তা ছাড়া ওয়ানডেতে কখনও পাকিস্তানকে হারানো হয়নি আফগানদের।
আরও পড়ুন - স্মিথ-ওয়ার্নারদের নেক গার্ড বাধ্যতামূলক
তবে এসব জবাব আফগানরা আসন্ন বিশ্বকাপে দেবে বলেই মনে করেন আফগানিস্তানের মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওয়াজমা আইয়ুবি। তার মতে, এশিয়া কাপে ভারত যেভাবে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে আফগানরাও সেভাবেই পাকিস্তানকে হারাবে।
আরব আমিরাতে বসবাসরত বলিউডের হিরোইন হওয়ার স্বপ্ন দেখা ক্রিকেটপ্রেমী ওয়াজমা ভারত-পাকিস্তান ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আফগানিস্তান যখন ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হবে তখন চেন্নাইতে একই স্টাইলে পাকিস্তানকে হারাব আমরা। এটি দেখার অপেক্ষা করতে কষ্ট হচ্ছে আমার। পরবর্তী একটি পোস্টে ওয়াজমাকে ভারতীয় জার্সিতে পোজ দিতে দেখা গেছে, যেখানে তিনি লিখেছেন, ‘অভিনন্দন ভারত। আহা কী দারুণ জয়।’
ওয়াজমার ক্রিকেট প্রেমটা অবশ্য বেশ পুরোনো। আফগানদের সমর্থন দিতে প্রায়শই মাঠে দেখা যায় তাকে। আগামী ২৩ অক্টোবর চেন্নাইতে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচেও থাকতে চান তিনি। দেখতে চান আফগানদের জয়।