প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৩ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৯ পিএম
সবশেষ দুটি বিশ্বকাপেই শিরোপা মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়েছে নিউজিল্যান্ডকে। এবার অন্তত গল্পটা পাল্টাতে চান গ্যারি স্টেড। সে লক্ষ্যে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে সতর্ক দৃষ্টি রেখেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দলের প্রতিটি ক্রিকেটারকে। বাড়তি জোর দেওয়া হচ্ছে চোট ইস্যুতে। যেকোনো মূল্যে সম্পূর্ণ ফিট দল নিয়ে বিশ্বকাপে যেতে চান তিনি।
আরও পড়ুন - সেঞ্চুরি হাঁকালেন শাবমান গিল
ক্রিকেটারদের চোখে চোখে রাখলেও তাকে ভাবনায় ফেলেছে সবশেষ ম্যাচে মিচেল স্যান্টারের চোট। তাৎক্ষণিক তাকে উঠিয়ে নিয়ে সম্পূর্ণ হাঁটুতে স্ক্যান করিয়েছেন। যা নিয়ে ম্যাচ শেষে তিনি বলেন, ‘মিচেল সম্পূর্ণ হাঁটু স্ক্যান করে দেখা হয়েছে। তবে আমাদের জন্য ভালো যে তার তেমন কিছু হয়নি। হাঁটুর চারপাশে এখনও বেশ কিছুটা ফোলা ভাব আছে যদিও। তবে এতে খুব ভয়ের কিছু নেই।’
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার পরও ট্রেন্ট বোল্টের বিশ্বকাপে ফেরা যে স্বস্তির সেটা জানিয়েছেন স্টেড, ‘ট্রেন্টকে ফিরে পাওয়াটা দারুণ ব্যাপার। সে আমাদের স্কোয়াডে শক্তি এবং দক্ষতা নিয়ে এসেছে। তিনি যে দুটি ম্যাচ খেলেছেন, তাতে তিনি বিশ্বমানের খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডকে টপকানোর ক্ষমতা দেখিয়েছেন।’