× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সীমান্তে সন্ত্রাস’ বন্ধ হলেই ভারত-পাকিস্তান সিরিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম

‘সীমান্তে সন্ত্রাস’ বন্ধ হলেই ভারত-পাকিস্তান সিরিজ

সীমানা ভাগাভাগি করে আছে দুটি দেশ। বৈরি সম্পর্ক, রাজনৈতিক ঝামেলা, সীমান্ত বিরোধসহ নানা সমস্যায় প্রায় মুখোমুখি অবস্থানে চলে যায় ভারত-পাকিস্তান। প্রতিবেশি দেশের এসব বৈরি অবস্থার প্রভাবে বন্ধ আছে দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ। ক্রিকেটে কবে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান, তা যেন গবেষণার বিষয়। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে কখনোই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি দলদুটি। ২০১২ সালে পাকিস্তান ভারতের মাটিতে একটি ওয়ানডে সিরিজ খেললেও ২০০৫-০৬ মৌসুমের পর ভারত আর কখনোই পাকিস্তানে যায়নি।

রাজনৈতিক বৈরিতায় আপাতত বন্ধ আছে দুদেশের দ্বিপক্ষীয় সিরিজ। বেশ কয়েকবার সিরিজের সম্ভাবনা তৈরি হলেও আলোর মুখ দেখেনি শেষ পর্যন্ত। দুই দলের ম্যাচ দেখতে তাই দর্শকদের অপেক্ষায় থাকতে হয় আইসিসি ও এসিসি আয়োজিত টুর্নামেন্টের জন্য। তবে কবে নাগাদ দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যেতে পারে, সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় সরকারের অবস্থান জানিয়ে তিনি ছুড়েছেন হুমকি, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত।

সরকারের নির্দেশের আগে কোনও কিছু হবে না বলেও জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী, ‘বিসিসিআই বহু দিন আগেই সিদ্ধান্ত নিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। দেশের সাধারণ মানুষও এটাই চায়।’ 

ভারতের অনন্তনাগে দুদিন ধরে চলা জঙ্গিদের বিপক্ষে দেশটির সেনাবাহিনীর অস্বস্তিকর অবস্থার মাঝে বিসিসিআই কর্তা রাজীব শুক্লাও বলেছেন একই সূরে কথা, ‘বেশ কয়েক বছর ধরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলিনি। নীতি খুব স্পষ্ট। ভারত সরকার খেলার ছাড়পত্র না দিলে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। এটা আমাদের হাতে নেই। বিসিসিআই একা কোন সিদ্ধান্তও নিতে পারে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা