প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৯ এএম
শেষ কয়েক বছরে বাংলাদেশ ফুটবল দল হোক কিংবা বসুন্ধরা কিংস, মালদ্বীপ যাত্রা বেশ হয়েছে দুই দলের। দুই দফাতেই কোচ অস্কার ব্রুজন ছিলেন দলের সঙ্গে। তবে অস্কারের আরও একটা বাড়তি সুবিধা আছে, তিনি যে এখানে লিগে কোচিংয়ের স্বাদও নিয়েছেন!
ফলে মালদ্বীপটা তার কাছে হাতের উল্টোপিঠের মতোই চেনা। সেই মালদ্বীপের মাটিতে জয় দিয়েই শুরু করতে চান তিনি। দল বসুন্ধরা কিংসেরও যে এএফসি কাপে শুভসূচনা হয়ে যায় তাতে।
আজ বিকাল চারটায় এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়ার মুখোমুখি হবে বসুন্ধরা। মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়ামে ডি গ্রুপের এই ম্যাচটা জিতেই এবারের মিশনটা শুরু করতে চান অস্কার। তার কথা, ‘ম্যাচটা জিততে চাই আমরা। প্রতিপক্ষের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে বেরোতে চাই।’
শেষ কয়েক বছরে মালদ্বীপ জাতীয় দল হোক কিংবা মালদ্বীপের কোনো ক্লাব, বারবার দেখা হয়েছেই বাংলাদেশের দলগুলোর সঙ্গে। তবে অস্কারের অভিমত, এই লড়াইগুলোতে দুই দেশের ব্যবধান আগে যেমন থাকত, তা কমে এসেছে বেশ। তার কথা, ‘পাঁচ বছর আগে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। কিন্তু শেষ পাঁচ বছরে বাংলাদেশের ফুটবল এগিয়েছে অনেক। তার অন্যতম কারণ হচ্ছে বসুন্ধরা কিংস। তবে যে বিষয়টা নিশ্চিত তা হলো, দুই দলের মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতাটা হয় বেশি।’
জয়ের আশা থাকলেও প্রতিপক্ষ মাজিয়াকে নিয়ে বেশ সতর্ক কোচ অস্কার। তিনি জানান, ‘শেষ তিন বছরে এখানে মাজিয়ার চেয়ে বেশি কেউ উন্নতি করেনি। আমি যখন এখানে ছিলাম, তখন যেমন ছিল, এখন তারা তার চেয়ে বেশ আলাদা। ওরা এখন চ্যাম্পিয়নশিপের জন্য খেলে, বর্তমান লিগ চ্যাম্পিয়নও তারা।’
প্রতিপক্ষ দলের বেশ কিছু খেলোয়াড়কে ইতোমধ্যে চোখে পড়েছে কোচ অস্কারের। সংবাদ সম্মেলনে তিনি হামজা মোহাম্মদ, আলি ফাজিরদের প্রশংসা করলেন বেশ। এ তালিকায় পরে যোগ দিলেন হামফ্রে আর সামুহও। যার ফলে আঁচ মিলছে তাদের নিয়ে বাড়তি পরিকল্পনারও।
মালদ্বীপের দলগুলোর বিপক্ষে অস্কার ব্রুজনের বসুন্ধরা বরাবরই ভালো করেছে। এই মাজিয়ার বিপক্ষে দুবার জিতেছে তার দল। এ ছাড়া টিসি স্পোর্টসের বিপক্ষে জয় পেয়েছিল ২০২০ আসরে। এর আগে তার সাবেক দল নিউ রেডিয়েন্টকেও হারিয়েছিল ২০১৮ সালে। অস্কার যে তার দলের কাছ থেকে সে ধারাবাহিকতাটা আজও চাইবেন, তা বলাই বাহুল্য।