প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৭ এএম
একটা পোশাক; বুকে দেশের নাম, পেছনে নিজের নাম ও নাম্বার। গায়ে জড়াতেই এক অদ্ভুত শিহরণ ঢেউ খেলে যায় হৃদয়ে। গা শিউরে ওঠা এক অনুভূতি; ব্যক্তি পরিণত হন দেশে। জড়িয়ে যায় কত-শত আবেগ। স্বপ্ন বুনে সমর্থকরা। ওড়ায় আশার ফানুশ। জার্সি নিয়ে সমর্থকদের মতো এমন আবেগ ক্রিকেটারদেরও।
যা গায়ে চেপেই দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করে তারা। ফের প্রস্তুত হচ্ছে মঞ্চ। সোনালি রঙের ট্রফির লড়াইয়ে মাঠে নামবে দশটি দল। সেই লড়াইয়ে নামার আগে নতুন জার্সি তৈরি করেছে নিউজিল্যান্ড। যা গায়ে জড়িয়েই আসন্ন ভারত বিশ্বকাপে বড় কিছুর স্বপ্ন বুনছে তারা।
কিউইদের চিরায়ত রঙ কালোর আদলেই তৈরি করা হয়েছে জার্সিটি। তবে নিচের দিকে উলম্ব লাইন টানা হয়েছে বেশ কিছু। জার্সিটি প্রকাশ করে নিউজিল্যান্ড বোর্ড টুইটে তিনটি ছবি শেয়ার করেছে। যেখানে বিশ্বকাপের জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও টম ল্যাথামকে।