প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৭ পিএম
পাকিস্তানকে নিয়ে আশার ফানুস উড়িয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার ও দলটির সমর্থকরা। বিশ্বকাপের আগেই সেই ফানুস চুপসে গেছে। এশিয়া কাপের মঞ্চে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। সুপার ফোরে পাকিস্তানের অবস্থান সবার নিচে।
এর সঙ্গে যোগ হয়েছে দলে একাধিক ক্রিকেটারের চোট সমস্যা। বিশ্বকাপের আগে যা নিয়ে বড় ভাবনায় টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। তার মতে, নির্বোধ অধিনায়ক বাবর।
বিশ্বকাপের আগে পাকিস্তানের দুই তারকা পেসার নাসিম শাহ ও হারিস রউফ চোটে পড়েছেন। হারিসকে নিয়ে খুব একটা শঙ্কা না থাকলেও নাসিমকে টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
আর এর জন্য অধিনায়ক বাবর ও পাকিস্তান কোচিং স্টাফদের দায় দেখেন কানেরিয়া। টুইটারে এ নিয়ে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।
সাবেক এই স্পিনারের মতে, ‘পাকিস্তান ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা কেন জানেন না যে শ্রীলঙ্কার আবহাওয়া আর্দ্র এবং গরম? টুর্নামেন্ট ঠিকভাবে শেষ করতে হলে ফাস্ট বোলারদের বিশ্রামের প্রয়োজন। দল নির্বাচন ও অধিনায়কত্ব হয়েছে নির্বোধের মতো। আর এ কারণেই আমরা ফাইনালের পথে হেরে গিয়ে গর্দভের মতো ভাবি, আমাদের রত্নদের যত্ন করছি আমরা।’