প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৭ পিএম
অশ্বিন দলে ফিরলে ভারতের জন্য ভালো হবে বলে মনে করেন রোহিত
ঘরের মাঠের বিশ্বকাপে দলে না থাকায় আক্ষেপ করছিলেন। রবীচন্দ্রন অশ্বিনের সেই আক্ষেপ মিটতে পারে, আসতে পারেন বিশ্বকাপ দলে। ভারতের অধিনায়কের এমন ইঙ্গিতের পর ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন অশ্বিন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দীর্ঘ ২০ মাস পর একদিনের ক্রিকেটে ডাক পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ২০২২ সালের জানুয়ারি মাসে তারকা স্পিনার সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন। প্রথম দুই ওয়ানডের ১৫ জনের স্কোয়াডে নেই অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং কুলদ্বীপ যাদব। রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।
অশ্বিন দলে ফিরলে ভারতের জন্য ভালো হবে বলে মনে করেন রোহিত, ‘স্পিনিং অলরাউন্ডারদের কথা বললে, প্রত্যেকেই চিন্তাভাবনায় রয়েছে। অশ্বিনও রয়েছে। ওর সঙ্গে ফোনে কথা হচ্ছিল। বিশ্বকাপের নকশায় খুব ভাল মতোই রয়েছে। ওয়াশিও (ওয়াশিংটন সুন্দর) তাই। আমরা চাই এমন ক্রিকেটার যে ব্যাটে ও বলে কাজটা করতে পারবে। অক্ষরের চোটটা অনেকটা রাতে লেগেছিল। আমাদের ফোন করে দেখতে হয়েছিল কে কোথায় রয়েছে।’
ভারতের স্কোয়াড
প্রথম দুই ওয়ানডে: কেএল রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মাদ সিরাজ, মোহাম্মাদ শামি, তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রবীচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।
তৃতীয় ওয়ানডে: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মাদ সিরাজ, মোহাম্মাদ শামি, বিরাট কোহলি, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল (ফিটনেস সাপেক্ষে), রবীচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।