প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৩ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৬ পিএম
বিতর্ক যেন পিছু ছাড়ে না তার। বিতর্কই যেন তার নিত্যদিনের সঙ্গী। তাই তো ফের বিতর্কে জড়ালেন নাসির হোসেন। অভিযুক্ত হলেন দুর্নীতির অভিযোগে। তার বিরুদ্ধে অভিযোগটা এনেছে আইসিসি। দুর্নীতির অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগের বিরুদ্ধে। এ টুর্নামেন্টের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়াল মিলে আটজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২০২১ সালে টুর্নামেন্টের ম্যাচে দুর্নীতির চেষ্টা করেছিলেন তারা। আইসিসি জানিয়েছে, এই তালিকায় রয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার নাসির হোসেন। এদের মধ্যে ছয়জনকে আগামী ১৪ দিনের জন্য সকল ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। এই নিষেধাজ্ঞায় নেই নাসিরের নাম।
আরও পড়ুন - ফেসবুকের স্ট্যাটাসের ঘটনায় দুঃখিত তানজিম সাকিব
আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৭৫০ ডলারের বেশি দামি উপহার নিয়েছিলেন নাসির। মূলত অভিযোগটা এনেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তদন্তকারী কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি না জানিয়ে দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারা ভঙ্গ করেছেন নাসির।
আইসিসির দুর্নীতিবিরোধী ২.৪.৪ ধারাও মানেননি নাসির। দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন কি না বা কেউ তাকে কোনোভাবে প্ররোচিত করেছিল কি না, সেটা পরিষ্কার করে তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি।
দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হলেও তদন্তকারী কর্মকর্তাকে তাতে নিজের জড়িত থাকার বিষয়টি জানাতে ব্যর্থ হয়ে দুর্নীতিবিরোধী ২.৪.৬ ধারা ভেঙেছেন নাসির। বা তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছেন।
নাসির ছাড়াও আরব আমিরাতের দুই ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের তদন্ত করছে আইসিসি। এ ছাড়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলে যাওয়া কোচ আসহার জাইদির বিরুদ্ধেও হচ্ছে দুর্নীতির তদন্ত। এ ছাড়াও দলের মালিকানায় থাকা কৃষাণ কুমার চৌধুরী ও পরাগ শানভির বিরুদ্ধেও হচ্ছে দুর্নীতির তদন্ত।