× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরাজকে পাশে পেলেন তানজিম সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৮ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪১ পিএম

বিব্রতকর পরিস্থিতিতে পড়া যুব বিশ্বকাপজয়ী তরুণ পেসারের পাশে দাঁড়িয়েছেন মিরাজ।

বিব্রতকর পরিস্থিতিতে পড়া যুব বিশ্বকাপজয়ী তরুণ পেসারের পাশে দাঁড়িয়েছেন মিরাজ।

ক্ষমা চেয়েছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সতর্কবার্তাও শুনেছেন। ফেসবুকে যে পোস্টগুলো নিয়ে এত সমালোচনা, সেগুলো মুছেও ফেলেছেন। তবে আলোচনাটা থামছে না। বিব্রতকর পরিস্থিতিতে পড়া যুব বিশ্বকাপজয়ী তরুণ পেসারের পাশে দাঁড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের সিনিয়র সতীর্থ জুগিয়েছেন সাহস, জানিয়েছেন শুভকামনা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তানজিম সাকিবকে সমর্থন করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন মিরাজ। সেখানে  ‘নারীদের চাকরি করা, ফ্রি মিক্সিং নিয়ে ফেসবুকে দেওয়া সাকিবের পুরোনো পোস্ট’ ইস্যুতে মিরাজ লেখেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছে। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।

সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

প্রায় ঘণ্টাখানেক পর অবশ্য মিরাজ নিজেই প্রোফাইল থেকে স্ট্যাটাসটি মুছে ফেলেন।

ভারতের বিপক্ষে দারুণ বোলিংয়ে অভিষেক রাঙান তানজিম সাকিব। এরপরেই সামনে চলে আসে তার পুরোনো ফেসবুক স্ট্যাটাস। তা নিয়ে চলছিল সমালোচনা। অনেকেই ‘নারী বিদ্বেষী’ বলে তার সমালোচনাও করেন। এ ঘটনায় তানজিম সাকিবের সঙ্গে বসেছিল বিসিবিও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা