প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৭ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম
বিশ্বকাপে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করা; যেকোনো ক্রিকেটারের জন্যই যা স্বপ্নের। সেই স্বপ্ন পূরণেই চোট সারিয়ে একটু একটু করে নিজেকে প্রস্তুত করছেন জোফরা আর্চার। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টও বোঝে দলে তার প্রয়োজনীয়তা। তাই পুরোপুরি ফিট না হলেও ভারত বিশ্বকাপের সফরসঙ্গী হিসেবে আর্চারকে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
আরও পড়ুন - বসুন্ধরা কিংসকে উড়িয়ে দিলো মাজিয়া স্পোর্টস
আগামী ৫ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। শুরুর দিকে আর্চারকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে দলের সঙ্গে রাখা হবে তাকে। লম্বা সময়ের টুর্নামেন্টে কোনো পেসার চোট পেলেই তার জায়গায় সুযোগ করে দেওয়া হবে আর্চারকে।
আর্চারকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখার কথা জানিয়ে প্রধান নির্বাচক লুক রাইট বলেন, ‘জোফরার জন্য সেরা জিনিসটি হলো দলের সঙ্গে ভ্রমণ করা। তাকে দলের আশেপাশে রেখে ফিজিও তার পুনর্বাসনের কাজ তদারকি করছে। তাকে যতটা সম্ভব প্রস্তুত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি আমরা। যদি কেউ চোটে পড়ে তখন যাতে টুর্নামেন্টের শেষদিকে আর্চার তাকে প্রতিস্থাপন করতে সক্ষম হয়। সে লক্ষ্যেই প্রতিদিন তার ফিটনেস নিয়ে কাজ করছি আমরা। এটি নিয়মিতই চালিয়ে যাব আমরা।’