প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৭ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৮ পিএম
বিশ্বকাপের আগে এশিয়া কাপ ঘরে তুলেছে ভারত। ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কাকে দুমড়েমুচড়ে দিয়েছে রোহিত শর্মার দল। যা নিশ্চিতভাবেই ঘরের মাঠে পারফর্ম করতে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দলটির।
আর সেটি যদি হয় তবে ১০ দলের আসন্ন বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক দল হতে পারে ভারত; এমনটিই মনে করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
আরও পড়ুন - নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির
এশিয়া কাপের পারফরম্যান্স টেনে শোয়েব বলেন, ‘রোহিত শর্মার অধিনায়কত্বের উন্নতি হয়েছে। সে এবং টিম ম্যানেজমেন্ট দারুণ সিদ্ধান্ত নিচ্ছে। ভারত শ্রীলঙ্কাকে এভাবে হারাতে পারে আমি কল্পনাও করিনি। তারা বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক দল হতে পারে, তবে আমি কারও নাম বলব না, কারণ উপমহাদেশের দলগুলো শক্তিশালী।’
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ায় মোহাম্মদ সিরাজের প্রশংসা করে শোয়েব বলেন, ‘সিরাজ দুর্দান্ত। সে ভারতকে জিততে সাহায্য করেছে। এবং ম্যাচ শেষে সে তার পুরস্কারের অর্থ গ্রাউন্ডস্টাফকে দিয়ে একটি দুর্দান্ত কাজ করেছে। এসব কিছুই ভারতকে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস জোগাবে। আর এটি কেবল পাকিস্তানের জন্যই উদ্বেগ নয়, বাকি দলগুলোর জন্যও উদ্বেগের। বিশ্বকাপে নামার আগে ভারতের সমস্ত বাক্সে টিক দেওয়া আছে।’