× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপে ব্যর্থতা

আশরাফুলের কাঠগড়ায় বিসিবি ও ক্রিকেটাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪১ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩৮ এএম

আশরাফুলের কাঠগড়ায় বিসিবি ও ক্রিকেটাররা

বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছিল সমর্থকরা। একই সঙ্গে স্বপ্ন দেখছিল প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা ঘরে তোলার। সেই স্বপ্নে অবশ্য বেশ বড় ধাক্কা খেতে হয়েছে সমর্থকদের। দলটি যে টুর্নামেন্টের ফাইনালেও পা রাখতে পারেনি।

আরও পড়ুন - ছুটিতে হাথুরুসিংহে, অন্তর্বর্তী হেড কোচ পোথাস

বিশ্বকাপের আগে এশিয়া কাপে এমন ব্যর্থতার পর দলটির সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। এই পরিস্থিতিতে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহম্মদ আশরাফুল ব্যর্থতার দায় চাপিয়েছেন বোর্ড ও ক্রিকেটারদের ওপর।

গতকাল সোমবার গোপালগঞ্জ শহরে ইজি ফ্যাশনের ৭৮তম শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে আশরাফুল বলেন, ‘এশিয়া কাপে সকল ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। একাদশ গঠনে সঠিক খেলোয়াড় বাছাই করা হয়নি। প্রতি ম্যাচে যদি ২১০ বা ২২০ রান করতে পারত, তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল। পাকিস্তানে গিয়ে বোলারের জায়গায় ব্যাটসম্যান খেলানো হয়েছে। দুই পক্ষেরই এখানে ভুল ছিল। যাদের সুযোগ দেওয়া হয়েছে তারা তাদের সর্বোচ্চটা দিতে পারেনি, খেলোয়াড়দেরও দায় নিতে হবে।’

সাবেক অধিনায়ক আরও বলেন, ‘তিন মাস আগেও দলটির ব্যালেন্স ছিল। দেশের মানুষ আশা করছিল বিশ্বকাপে ভালো কিছু হবে। হঠাৎ করে হাথুরু সিংহে বলেছেন এশিয়া কাপের পর যেন আমরা বিশ্বকাপের স্বপ্ন না দেখি। বিগত দিনে ভালো খেলার কারণে ভেবেছিলাম আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়েই যাব। কিন্তু এখন পুরোটাই যেন ওলটপালট লাগছে। অতীতে বিশ্বকাপে আমরা তিনটি ম্যাচ জিতেছি। এবার ৪টি বা ৫টি ম্যাচ জিততে পারলে অতীতের থেকে ভালো সাফল্য হবে। সেমিফাইনালে খেলতে হলে খেলোয়াড়দের সেরা খেলাটাই খেলতে হবে, সুস্থ থাকতে হবে। নিউজিল্যান্ড সিরিজে রিয়াদকে ভালো খেলতে হবে, তাহলে হয়তো সে বিশ্বকাপের দলে থাকতে পারবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা