× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবারও গোল নয়, নেইমার পেলেন কার্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০০:৩৮ এএম

এবারও গোল নয়, নেইমার পেলেন কার্ড

উড়তে উড়তে যেন ধপাস করে পড়ে যাওয়া। নেইমারের বেলায় ঘটেছে অনেকটা এমনই। সোমবারের রাতটা যদি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভুলে যেতে পারেন তাহলে সপ্তাহটাকে নিজের মনে করতে এতটুকুও কষ্ট হতো না।

আরও পড়ুন - ছুটিতে হাথুরুসিংহে, অন্তর্বর্তী হেড কোচ পোথাস

দেশের জার্সিতে সবচেয়ে বেশি গোল, কিংবদন্তি পেলেকে ছাপিয়ে যাওয়া এবং সৌদি প্রো লিগে দুর্দান্ত অভিষেক। সবটা যেন মাটি করে দিয়েছে আল হিলালের হয়ে তার এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অভিষেক।

দিন দুয়েক আগে সৌদি প্রো লিগে আল হিলালের জার্সিতে প্রথমবার মাঠে নেমে স্বপ্নের অভিষেক পেয়েছিলেন নেইমার। আল রিয়াদকে বড় ব্যবধানে হারানোর দিনে জালের দেখা না পেলেও গোলে সহযোগিতা ছিল।

কিন্তু এএফসি চ্যাম্পিয়নস লিগে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোর নামানগানের বিপক্ষে দলকে জেতাতে পারেননি নেইমার। হেলায় হারিয়ে বসেছেন বেশকিছু সহজ সুযোগ। প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে দেখেছেন কার্ডও।

পয়েন্ট খোয়ালেও আল হিলাল অবশ্য শেষ পর্যন্ত হারেনি। অতিরিক্ত সময়ের গোলে ১-১ গোলের সমতা নিয়েই মাঠে ছেড়েছে আল হিলাল। 

এশিয়ান টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে বল দখল, গোলে শট কিংবা আক্রমণের পসরা সাজিয়ে বসলেও শেষটা পক্ষে আসেনি নেইমারদের। মুহুর্মুহু সব আক্রমণ শেষ পর্যন্ত জলেই গেছে।

আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে নামা নেইমার এদিন ছিলেন শুরুর একাদশে। তবে গোলের দেখা পাননি ব্রাজিলের জাতীয় দলের সর্বাধিক গোলস্কোরার।

নেইমার গোল করতে না পারলেও মেজাজ হারিয়েছিলেন। অভিষেকের পর দ্বিতীয় ম্যাচেই দেখেছেন হলুদ কার্ড। এমনকি খুব কাছ থেকে হেড দিয়েও প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা পার করতে পারেননি।

কিং ফাহাদ স্টেডিয়ামে যার প্রতি প্রত্যাশার পারদ বেশি জমেছিল সেই নেইমার আল হিলাল সমর্থকদের আশা মেটাতে পারেননি। উল্টো ৫২তম মিনিটে পিছিয়ে পড়ে তার দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে বসা দল নির্ধারিত সময়েও পারেনি গোল শোধ দিতে। একটা সময় যখন হারের ক্ষণ গুনছে আল হিলাল, তখন ত্রাতা হয়ে আসেন আলি আল বুলাইহি।

ম্যাচের যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে আল হিলালের রক্ষণের তারকা বাঁচিয়ে দেন অনেকটা নিশ্চিত হয়ে যাওয়া পরাজয়।

নেইমাররা পূর্ণ পয়েন্ট তুলতে ব্যর্থ হলেও এশিয়ান চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ। যদিও চোটের কারণে অবশ্য এই ম্যাচে ছিলেন না করিম বেনজেমা।

তবে ব্যালন ডি’অর জয়ীর অভাব বুঝতে দেননি প্রো লিগের চ্যাম্পিয়নরা। উজবেকিস্তানের ক্লাব এজিএমকে তারা হারিয়েছে ৩-০ গোলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা