প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৩ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৩ পিএম
বার্সেলোনার হয়ে অভিষেকের ম্যাচে দুরূহ কোণ থেকে গোল করেছিলেন। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি অভিষেকেও জোয়াও ফেলিক্স পেলেন জালের দেখা। আন্তওয়ের্পের বিপক্ষে কাতালান ক্লাবটির গোলবন্যার রাতে দুবার জাল খুঁজে পেয়েছেন ফেলিক্স।
অলিম্পিক লুইজ স্টেডিয়ামে বেলজিয়ান ক্লাব আন্তওয়ের্প এফসিকে ৫-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। একই গ্রুপের আরেকটি ম্যাচে শাখতারকে ৩-১ গোলে হারিয়েছে পোর্তো।
বল দখল, গোলে শট কিংবা আক্রমণে যোজন এগিয়ে থাকা বার্সা ১০ মিনিটের মাথায় পেয়ে যায় গোলের দেখা। ম্যাচের ১১ মিনিটেই লিড এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড ফেলিক্স। পরের ৮ মিনিটের মাথায় আবার গোল পায় তারা, এবার ফেলিক্সের বাড়ানো বল জালে পাঠান লেভান্ডোভস্কি।
৩ মিনিট যেতে না যেতে আন্তওয়ের্পের জালে আবার গোল, এবার অবশ্য নিজেদের ভুলেই গোল হজম করে তারা। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি।
বিরতি থেকে ফেরার ৯ মিনিটের মাথায় ব্যবধান ৪-০ করেন গাভি। ফেলিক্স জোড়া গোল পূর্ণ করেন ম্যাচের ৬৬ মিনিটে। শেষ পর্যন্ত ফেলিক্সময় রাতে ৫-০ গোলে জয় নিশ্চিত করে বার্সা।