× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো বাছাই

স্কটিশদের মাটিতে নামাল স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩ ২১:৪৭ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩ ২২:০০ পিএম

স্কটিশদের মাটিতে নামাল স্পেন

ইউরোর টিকিট নিশ্চিতের লড়াইয়ে উড়তে থাকা স্কটল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। এই ম্যাচ জিতলে ২০২৪ সালে জার্মানিতে বসা ইউরোর চূড়ান্তপর্বের টিকিট কাটত স্কটিশরা। বাছাইপর্বের দৌড় লক্ষ্য করা গেছে ‘ই’ গ্রুপের ফারো আইল্যান্ডস ও পোল্যান্ড ম্যাচে। আইল্যান্ডসকে ২-০ গোলে হারিয়েছে পোলিশরা। এ নিয়ে গ্রুপপর্বে তৃতীয় জয়ের মুখ দেখল দলটি। অন্যদিকে আইল্যান্ডস টানা ষষ্ঠবারের মতো জয়ের ট্র্যাক থেকে ছিটকে গেছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সেভিয়ার চেনা আঙিনায় রাত ১টায় শুরু হওয়া ‘এ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে নেশন্স কাপজয়ীরা। কাঙ্ক্ষিত গোলের দেখাই শুধু মিলছিল না। ম্যাচের ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আনন্দের উপলক্ষ এনে দেন স্পেন অধিনায়ক আলভারো মোরাতা। শেষ দিকে গোল মিলল আরেকটি। মোরাতা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর অভিষেকে জালের দেখা পান ওইয়ান সানসেত। বাছাইয়ে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের তিক্ত স্বাদ পেল স্কটল্যান্ড। গত মার্চে প্রথম দেখায় স্কটিশদের মাঠে ২-০ গোলে হেরেছিল স্পেন।

৭৩ মিনিটে দারুণ গোলে ‘ডেডলক’ ভাঙেন মোরাতা। ডান দিক থেকে হেসুস নাভাসের ক্রসে ছয় গজ বক্সে নিচু হয়ে হেডে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন সানসেত। বাঁ দিকে আলগা বল পেয়ে বক্সে বাড়ান হোসেলু। দ্বিতীয়ার্ধে বদলি নামা সানচেসকে বাধা দেওয়ার চেষ্টায় স্লাইড করেন স্কটল্যান্ডের একজন। তবে বল চলে যায় জালে।

টর্সভোল্লুর স্টেডিয়ামে বাছাইয়ের আরেক ম্যাচে শুরুতেই গোলের দেখা পায় পোল্যান্ড। চার মিনিটের মাথায় জেলেন্সির অ্যাসিস্ট থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান সাবেস্তিয়ান জাইমেন্সি। এরপর দুপক্ষের লড়াই জমে উঠলেও প্রধামার্ধে গোলের দেখা মেলেনি। এরপর খেলার ৬৫ মিনিটের মাথায় লিড বাড়ান অ্যাডাম বুকসা। তাতেই পোলিশরা পায় ২-০ ব্যবধানের জয়। এতে ইউরো বাছাইয়ে নিজেদের ট্র্যাকেই আরও এগিয়ে যায় লেভান্ডোভস্কিদের দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা