× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীল সুখে সিটি, হতাশ ইউনাইটেড

ম্যানচেস্টার ডার্বি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ২৩:১১ পিএম

নীল সুখে সিটি, হতাশ ইউনাইটেড

হার সব সময় বেদনার! চিরপ্রতিদ্বন্দ্বী হলে সেটা বুঝি আরেকটু তীক্ষ্ণ হয়ে শরীর এফোঁড়-ওফোঁড় করে দেয়। যন্ত্রণা বেড়ে যায় কয়েকগুণ। এরিক টেন হাগের বেলায়ও ব্যত্যয় ঘটেনি। ওল্ড ট্রাফোর্ডে খেলা, প্রতিপক্ষও খুব পরিচিত। কিন্তু সেই ম্যাচেই কিনা নিদেনপক্ষে লড়াইটাও চালাতে পারলেন না! আর্লিং হালান্ডদের নীল সুখের বন্যায় ভাসা দিনে হতাশ হয়েছেন ডাচ কোচ। রাশফোর্ডের শুয়ে পড়া কিংবা স্বাগতিক সমর্থকদের দুয়োধ্বনি— সবই যেন ব্লুলজদের বিপক্ষে ইউনাইটেডের হতাশার চিত্র। আরেকটু খোলাসা করে বললে, ম্যানচেস্টার ডার্বিতে সফরকারীরা নীল সমুদ্রে ডুবিয়েছেন ব্রুনো ফার্নান্দেজদের।

স্কোরলাইন আসলে পুরো ম্যাচের কথা বলে। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ প্রতি আক্রমণ— সবখানেই যোজন পিছিয়ে ছিল ম্যানইউ। একপেশে বনে যাওয়া ম্যাচটিকে তাই ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন বলতেও কুণ্ঠা করেননি টেন হাগ। সিটির কাছে ধরাশায়ী হয়ে অকপটে স্বীকার করেছেন পরিকল্পনার ব্যত্যয়ের কড়া মাশুল দিয়েছে দল, ‘যখনই ডার্বিতে হারবেন…যেভাবে আমরা হারলাম, এটা হতাশার। পরিকল্পনা ভেস্তে যাওয়াতেই এমন হার।’ লজ্জার হারের জন্য ‘পেনাল্টিকে’ খানিকটা দুষেছেন। ইউনাইটেড বসের মতে, এক পেনাল্টিই রঙ চড়ানো ডার্বির গতিপথ বদলে দিয়েছে, ‘প্রথমার্ধে খুব ভালো পরিকল্পনা ছিল এবং মাঠেও তা ভালোভাবে মেলে ধরলাম এবং এরপর পেনাল্টি পরিস্থিতিটা বদলে দিল।’

ডার্বির স্কোরলাইন দেখে যে কেউই বলবে, একপেশে জয় পেয়েছে সিটি। মাঠের খেলাতেই ছিল স্পষ্ট। বিরক্ত দর্শকরাও দিয়েছেন দুয়ো। যদিও নীল সমুদ্রে ডোবাতে কম কাঠখড় পোড়াতে হয়নি গার্দিওলার শিষ্যদের। ম্যাচের শেষে সেটিই মনে করিয়ে দিয়েছেন স্প্যানিয়ার্ড, ‘এই জয়টা সহজ দেখাচ্ছে, কিন্তু এটা সহজ নয়।’

ইউনাইটেডের ভরাডুবির দিনে আরেকবার প্রশ্নবিদ্ধ হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। ডার্বিতে দলপতি হিসেবে টিমকে টেনে নেওয়ার গুরুদায়িত্ব থাকলেও পর্তুগিজ মিডফিল্ডার ছিলেন ছায়া হয়ে। এজন্য তার আর্মব্যান্ড খুলে ফেলারও দাবি তোলেন ইউনাইটেডের গ্রেট রয় কিন। দুয়ো শুনেছেন গোলখরায় ভোগা রাশফোর্ডও। প্রিমিয়ার লিগে জয় খরায় ভোগা টেন হাগের দায়িত্ববোধ নিয়েও উঠেছে প্রশ্ন। ডার্বি জিতেও শীর্ষে উঠতে পারেনি গতবারের ট্রেবল জয়ী সিটি। পয়েন্ট তালিকার ৩ নম্বরেই থাকছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। ৮ নম্বরে থাকা ইউনাইটেডের পয়েন্ট ১০ ম্যাচে ১৫। লিগে শীর্ষে আছে টটেনহ্যাম হটস্পার্স।

রঙ হারানো ডার্বির রাতে লিগের আরেক ম্যাচে লিভারপুল হারিয়েছে নটিংহাম ফরেস্টকে। অ্যানফিল্ডে অলরেডরা জিতেছে ৩-০ গোলে। গোল পেয়েছেন জুর্গেন ক্লপ তিন আক্রমণ ত্রয়ী— দিয়েগো জোতা, দারউইন নুনেজ এবং মোহাম্মদ সালাহ। ফরাসি লিগ চ্যাম্পিয়নদের দাপুটে জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানে শীর্ষে ওঠার লড়াইয়ে ব্রেস্তকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা