× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ব্যর্থতায় ওলটপালট ইংলিশ টিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ০০:৪২ এএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ১০:৫৮ এএম

ইংল্যান্ড ক্রিকেট টিম

ইংল্যান্ড ক্রিকেট টিম

বিশ্বকাপ সুপার লিগে দ্বিতীয় সেরা দল ইংল্যান্ড। সঙ্গে ছিল দুরন্ত ফর্ম। স্বাগতিক ভারতের পর যাদের ধরা হয়েছিল শিরোপা জয়ের দৌড়ে হট ফেভারিট। কিন্তু সেই দলই কি না জায়গা পায়নি এবারের বিশ্বকাপের সেমিফাইনালে।

এতটাই বাজে পারফরম্যান্স উপহার দিয়েছে যে, বিশ্ব আসরের শেষ চারে উঠবে কি? চ্যাম্পিয়নস ট্রফির টিকিটই ইংলিশরা প্রায় মিস করে ফেলেছিল হারের বৃত্তে বন্দি হয়ে।

৯ ম্যাচে তাদের জয় মাত্র তিনটি। বাকি ছয় ম্যাচেই হজম করতে হয়েছে হারের তেতো স্বাদ। কোনোমতে পয়েন্ট তালিকায় সাতে থেকে বিশ্বকাপ শেষ করেছে ইংল্যান্ড।

বাজে পারফরম্যান্সের কারণে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাপক রদবদল এনেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের হয়ে এবার বিশ্বকাপ খেলা মাত্র ছয়জনকে রাখা হয়েছে আসন্ন এই সিরিজের দলে। বিশ্বকাপ খেলা জো রুট, ডেভিড মালান, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি (সদ্য অবসর) ক্যারিবীয় সফরে দর্শক।

বিশ্বকাপ দলে থাকা গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুকস, ব্রাইডন কারস, স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন বাটলারের নেতৃত্বে এই সিরিজের দলে জায়গা পেয়েছেন।

ওয়ানডে স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, ফিল সল্ট, জশ টাঙ ও জন টার্নার।

টি-টোয়েন্টি স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাঙ, রিস টপলি, জন টার্নার ও ক্রিস ওকস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা