× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আফগানদের থেকে সাকিবদের শেখা উচিত’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১২:১০ পিএম

‘আফগানদের থেকে সাকিবদের শেখা উচিত’

বিশ্বকাপে ‘সেমিফাইনালের’ স্বপ্ন নিয়ে যাওয়া বাংলাদেশ যেভাবে মুখ থুবড়ে পড়েছে, তাতে শিক্ষা কিংবা দীক্ষা দেওয়া স্বাভাবিক। আফগানিস্তান দলের থেকে সেই শিক্ষাটিই সাকিব আল হাসানদের নিতে বললেন বীরেন্দ্র শেবাগ। ক্রিকেটীয় সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকা রশিদ-নবিদের থেকে শেখার অনেক আছে বলে মনেও করেন। বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার পেছনে একটি কিংবা দুটি নয়, দলগত ব্যর্থতা দেখছেন ভারতের সাবেক তারকা ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে আফগানদের দাপুটে জয়ের পরও শেবাগ একই পরামর্শ দিয়েছিলেন, ‘শেখো বাংলাদেশ।’ আফগানিস্তানের স্তুতি গেয়ে টুইটারে সেদিন তিনি লেখেন, ‘বাংলাদেশ প্রায় ২৫ বছর ধরে খেলছে। এখন পর্যন্ত এভাবে একটানা বড় দলগুলোকে হারাতে পারেনি। যেটা কয়েক দিনে আফগান ছেলেরা করে দেখিয়েছে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে উন্নতি করা দল তারা।’

এত সুযোগ-সুবিধা পাওয়া সাকিবদের বিশ্বকাপে এত বাজে করার কারণ কী, শেবাগের চোখে দায়টা পুরোটা বর্তাবে ব্যাটারদের ওপর, ‘বাংলাদেশের ব্যাটসম্যানরা একদমই ভালো খেলেনি। যেকোনো বড় টুর্নামেন্টে ব্যাটসম্যানদেরই সুর বেঁধে দিতে হয়। ব্যাটিং এত বাজে হলে দল তো বাজে করবেই। আফগানিস্তানের দিকে তাকান, তারা কেন ভালো করেছে? তাদের দুই ওপেনার ও তিন-চার নম্বর ব্যাটসম্যানরা রান করেছে। দলগতভাবে তারা ধারাবাহিকভাবে ২৮০-২৯০ রান করতে পেরেছে। এরপর তাদের বোলিং তো আছেই।’

শেবাগ তারপর আরেকবার সাকিবদের শিখতে বলেছেন, ‘আফগানিস্তানের কাছ থেকে শেখার আছে বাংলাদেশের। তাদের বোলারদের জন্য তো কোনো সুযোগই করে দিতে পারেন না ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখে মনে হয়েছে, তারা বিভ্রান্ত। নিজেদের করণীয় জানে না।’

বিশ্বকাপে আফগানিস্তান এত ভালো খেলছে আর বাংলাদেশ এত বাজে খেলছে যে, বিশ্বকাপে দুই দলের প্রথম ম্যাচে সাকিবদের কাছে আফগানিস্তানের পরাজয়কে দেখা হচ্ছে দুর্ঘটনা হিসেবে। সেই জয়ের পর বাংলাদেশ হেরেছে টানা ছয় ম্যাচ। আর আফগানিস্তান একে একে জয় তুলে নিয়েছে তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। দেখিয়েছিল সেমিফাইনালে খেলার আশাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা