× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিল-আর্জেন্টিনার হতাশা, পর্তুগালের হাসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩ ১৬:১৯ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩ ১৪:০৯ পিএম

ব্রাজিল-আর্জেন্টিনার হতাশা, পর্তুগালের হাসি

বিশ্বকাপ বাছাইয়ে টানা ২৫ ম্যাচ পর হারল আর্জেন্টিনা। মেসিদের ব্যর্থতার রাতে ব্যর্থ হয়েছে ব্রাজিলও। হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জে পাঁচবারের চ্যাম্পিয়নদের ঠেকিয়ে দিয়েছে কলম্বিয়া। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে পর্তুগাল। গোলশূন্য প্রথমার্ধের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাজিকে তিন ম্যাচ আগেই মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে পর্তুগিজরা।

শুক্রবার ঘরের মাঠে আধিপত্য দেখিয়েও জয় পাননি মেসিরা। ঘড়ির ৪১ মিনিটে রোনাল্ড আরোহার গোলে ডেডলক ভাঙে উরুগুয়ে। ৮৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডারউইন নুনেজ। বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের পর এই প্রথম পরাস্ত হয়েছে চ্যাম্পিয়নরা। তারপরও লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তারা। ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট আর্জেন্টিনার। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।

মেসিদের হারে মোটেও হতাশ নন স্কালোনি। তার মতে, দিনটা উরুগুয়ের ছিল। তারাই জয়ের যোগ্য দাবিদার। ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা পুরো ম্যাচেই খেলার কৌশল খুঁজে পাইনি। দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন এনে ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি, কিন্তু মনে হয়েছে এটা আমাদের দিনই ছিল না। আবারও বলছি, তারা যেভাবে খেলেছে, কৃতিত্বটা তাদেরই।’

হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ব্রাজিল হতাশায় ডুবেছে একই রাতে। লুইস দিয়াজের ৪ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যায় সফরকারীরা। ম্যাচজুড়ে বল নিয়ন্ত্রণে রেখেও কলম্বিয়ার কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

ম্যাচে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির দারুণ ফিনিশিংয়ে চার মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। এরপর সাঁড়াশি আক্রমণে নামে কলম্বিয়া। চেনা মাঠে দিয়াজ ছিলেন কলম্বিয়ার ত্রাতা। বাবা-মা অপহরণের পর উদ্বেগ-উৎকণ্ঠায় থাকা লিভারপুল তারকা গোল দুটি করেন। স্মরণীয় এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে কলম্বিয়া। পাঁচ নম্বরে নেমে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচে লিচেনস্টেইনের বিপক্ষে ২-০ গোলে জয় পায় পর্তুগাল। ‘জে’ গ্রুপের ম্যাচটিতে গোলশূন্য প্রথমার্ধের পর দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরেকটি গোল করেন জোয়াও ক্যানসেলো। 

লিচেনস্টেইনদের হারিয়ে বাছাইয়ে শতভাগ জয় ধরে রেখেছেন পর্তুগিজরা। রোনালদো জালের দেখা পেলেন টানা তৃতীয় ম্যাচে। গত মাসের স্লোভাকিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে দুটি করে গোল করেন তিনি। পর্তুগিজদের জয়ের রাতে রোমেলু লুকাকুর সঙ্গে যৌথভাবে বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতাও হন রোনালদো। ৩৮ বর্ষী ফরোয়ার্ডের গোল বেড়ে হয়েছে ১০।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা