× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সের উৎসব, জার্মানির আফসোস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ২৩:০৮ পিএম

ফ্রান্সের উৎসব, জার্মানির আফসোস

ইউরো বাছাইয়ে জিব্রাল্টারকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে ইতিহাস গড়ল ফ্রান্স। র‍্যাঙ্কিংয়ের ১৯৮ নম্বরের দলটির বিপক্ষে ১৪-০ গোলের ব্যবধানে জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে। জালের সন্ধান পেয়েছেন ফরাসিদের ৯ খেলোয়াড়। একই রাতে তুরস্কের কাছে হেরেছে জার্মানি। প্রীতি ম্যাচটিতে শুরুতে এগিয়ে থেকেও মাথা নিচু করে মাঠ ছাড়ে তারা। এ হারে হতাশ কোচ ইউলিয়ান নাগেলসমান, ‘শুরুর ১০ মিনিটেই ম্যাচ শেষ করা উচিত ছিল শিষ্যদের।’

গত শনিবার অ্যালিনজ রিভেরা স্টেডিয়ামের ম্যাচটিতে ইউরোপের কোনো দল হিসেবে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়ে ফ্রান্স। এর আগে জার্মানি জিতেছিল ১৩-০ ব্যবধানে, ২০০৬ সালে সান মারিনোর বিপক্ষে। ফ্রান্সের সবচেয়ে বড় জয়টি ছিল ১০-০ ব্যবধানে, ১৯৯৫ সালে আজারবাইজানের বিপক্ষে। এবার সেটি পেছনে ফেলল বর্তমান রানার্সআপরা। গোলবন্যার রাতে হ্যাটট্রিকের পথে ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক এমবাপে। ৪৬ গোল নিয়ে পিএসজি তারকা এখন ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। জোড়া গোল করেছেন কিংসলে কোমান ও অলিভিয়ের জিরু। একবার করে জালে বল জড়িয়েছেন উসমান দেম্বেলে, মার্কাস থুরাম, আদ্রিয়ান রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথান ক্লাউস ও ইউসুফ ফোফানা। আর ম্যাচের তৃতীয় মিনিটে হওয়া প্রথম গোলটি জিব্রাল্টারের উপহারসূচক, নিজেদের জালেই বল জড়িয়েছেন ইথান সান্তোস।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে তুরস্ককে চেপে ধরতে পারেনি জার্মানি। হাতের তালুর মতো চেনা মাঠে পঞ্চম মিনিটে এগিয়ে থেকেও হার নিয়ে মাঠ ছাড়ে জামার্নরা। দলের ৩-২ ব্যবধানে হারে চরম হতাশ কোচ ইউলিয়ান নাগেলসমান। ম্যাচ শেষে শিষ্যদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। 

গত সেপ্টেম্বরে ডাগআউটের দায়িত্ব নেওয়া নাগেলসমানের কোচিংয়ে এই প্রথমবার ঘরের মাটিতে খেলতে নামে জার্মানি। কিন্তু যাত্রাটা মোটেও সুখকর হয়নি। তার আনন্দ মাটি করে দিয়েছে বাছাই উতরে যাওয়া তুরস্ক। ঘরের মাঠে ব্যর্থতার পর ৩৬ বর্ষী কোচ বলেন, ‘শুরুর ১০ মিনিটেই আমাদের উচিত ছিল ম্যাচটি শেষ করে দেওয়া। কিন্তু ২৫ মিনিট থেকে বিরতি পর্যন্ত খুব বেশি কিছু করতে পারিনি। আমাদের একই পর্যায়ে খেলা চালিয়ে যেতে হবে, সব খেলোয়াড়কেই এটা করতে হবে। ম্যাচ খেলার মধ্যে দিয়েই মান বাড়বে আমাদের।’

ঘরের মাঠে পাঁচ মিনিটেই কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় জার্মানি। ৩৮তম মিনিটে ম্যাচে সমতা টানেন তুরস্কের ফের্দি কাদিওগলু। প্রথমার্ধের যোগ করা সময়ে লিডও নিয়ে নেয় দলটি। বিরতির পর ৪৯তম মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর ৭১তম মিনিটে সফল স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন তুরস্কের ইউসুফ সারি। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গিয়ে পেছন দিক দিয়ে হাভার্টজের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্বাগতিক দল হওয়াতে বাছাই খেলতে হচ্ছে না জার্মানির। নিজেদের ঝালিয়ে নিতে তুরস্ক মোক্ষম প্রতিপক্ষ ছিল। যদিও ব্যর্থ হয়েছে দলটি। গত মাসেও মেক্সিকোর সঙ্গে ড্র করেছিল জার্মানরা।

বাছাইয়ের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে নেদারল্যান্ডস। লাটভিয়াকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা