× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেরুতে মারাকানা-কাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩ ২০:০০ পিএম

পেরুতে মারাকানা-কাণ্ড

মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে দাঙ্গার রাতে পেরুতে ঘটেছে আরও ভয়াবহ ঘটনা। ভেনেজুয়েলার ফুটবলারদের পেটানো এবং বহনকারী উড়োজাহাজ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পেরুর বিরুদ্ধে।

লিমায় গত মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে পেরুর সঙ্গে ড্র করে ভেনেজুয়েলা। ম্যাচ শেষে খেলোয়াড়দের ফিরিয়ে আনতে বহনকারী উড়োজাহাজে জ্বালানি নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ভেনেজুয়েলা সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান হিল বলেছেন, ‘খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজে জ্বালানি নিতে বাধা দিয়েছে পেরু, যা বিতর্কিত এবং ন্যক্কারজনক।’ 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর ভেনেজুয়েলার খেলোয়াড়দের বহনকারী রাতাকা এয়ারলাইনসের উড়োজাহাজ উড্ডয়ন করে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, জ্বালানি সরবরাহ-সংক্রান্ত কারণেই উড্ডয়নে দেরি হয়েছে। তবে হিলের দাবি, পেরু সরকার জ্বালানি সরবরাহের নির্দেশ দেওয়ার পর ভেনেজুয়েলা দল নিরাপদে ফেরার উদ্যোগ নেয়। 

অপ্রত্যাশিত ঘটনা নিয়ে মুখ খুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ‘পেরুর বর্ণবাদী অভিজাতেরা আমাদের খেলোয়াড়দের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করছে। অন্য দেশের নাগরিকের প্রতি বিদ্বেষমূলক মনোভাব এবং সহিংসতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ভেনেজুয়েলা।’

দলটির সেন্টারব্যাক নাহুয়েল ফেরারিসি জানিয়েছেন, ‘সমর্থকদের ধন্যবাদ জানাতে গ্যালারির কাছে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় আমি হাতে আঘাত পাই। তারা আমাকে দুবার মেরেছে।’

উত্তেজনাপূর্ণ ম্যাচটি শুরুর আগে পেরুর পুলিশ দর্শকদের পরিচয়পত্র দেখে নিশ্চিত হয়ে স্টেডিয়ামে ঢুকতে দেয়। মূলত ভেনেজুয়েলান নাগরিকদের খুঁজে বের করতেই এই পদক্ষেপ নেয় তারা।

২০২৩ সালে নতুন করে সংশোধন আনা ফিফার শৃঙ্খলা নীতিমালার ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হোম ক্লাব ও ফেডারেশন ম্যাচের আগে খেলা চলাকালে এবং ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময় পরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওই সময়ে আপত্তিকর ঘটনার দায় স্বাগতিক বোর্ডকে নিতে হবে। অর্থাৎ এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে শাস্তির মুখোমুখি হবে পেরু।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা