× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে না পাকিস্তানে!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৭:৫২ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে না পাকিস্তানে!

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে লম্বা সময় বাকি। এর মাঝেই গুঞ্জন পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আট জাতির টুর্নামেন্টটি। ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর, এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানাতে পারে বিসিসিআই। রোহিতরা খেলতে না চাইলে ক্ষতিপূরণ দিতে হবে চুক্তিতেÑ ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছে পিসিবি। 

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে জি নিউজ, ডিএনএ ইন্ডিয়াসহ কয়েকটি সংবাদমাধ্যম বলেছেÑ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেও হতে পারে টুর্নামেন্টটি। অর্থাৎ ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে, অন্য দলগুলোর ম্যাচ পাকিস্তানে। ২০২৩ সালের এশিয়া কাপে ১৩ ম্যাচের ৪ ম্যাচ হয়েছে পাকিস্তানে এবং ৯ ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায়। পাকিস্তানে একটা ম্যাচও খেলেনি ভারত। একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এবারও।

পিটিআইয়ের এক সূত্র বলেছে, ‘পিসিবি কর্মকর্তারা আলোচনা করেছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের দল পাকিস্তানে পাঠাতে অস্বীকার করতে পারে। তারা (পিসিবি কর্মকর্তা) স্পষ্ট জানিয়েছেন পরিস্থিতি যেমনই হোক, আইসিসি যাতে একতরফা কোনো সিদ্ধান্ত না নেয়।’ গত দুই বছরে কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি ছাড়াই ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে পাকিস্তানে খেলে এসেছে। আলোচনায় পিসিবির কর্মকর্তারা এ বিষয়টিও তুলে ধরেছেন।

২০১৭ সালে সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়নস হয়েছিল পাকিস্তান। লন্ডনের ওভালে ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা