× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ

শেষ ষোলো নিশ্চিত করে উচ্ছ্বসিত রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ০২:৫৩ এএম

ক্রীড়াপ্রেমীরা পর্তুগিজ স্ট্রাইকারের সততার প্রশংসা করেছেন

ক্রীড়াপ্রেমীরা পর্তুগিজ স্ট্রাইকারের সততার প্রশংসা করেছেন

পার্সেপোলিসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটের ঘটনা, প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুরুতেই পেনাল্টি পেয়ে এগিয়ে যাওয়ার যখন মোক্ষম সুযোগ, তখন বাদ সাধলেন খোদ রোনালদো, আল আউয়াল পার্ক স্টেডিয়ামে বাঁশি বাজিয়ে বসা রেফারিকে যেন বলছিলেন— ‘ফাউল হয়েছে, কিন্তু দোষ তার ছিল না।’

পেনাল্টিও পায়নি আল নাসর। গোলশূন্য ড্র করে ম্যাচটি শেষ করে রিয়াদের ক্লাবটি। পর্তুগিজ মহাতারকার প্রশংসিত কাজের রাতে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলোতে পৌঁছেছে তার দল।

এএফসি চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠের খেলাটিতে আধিপত্য দেখাতে পারেনি আল নাসর। বল দখলেও প্রতিপক্ষের ওপর চাপ দেখাতে পারেননি রোনালদোরা। ইরানের ক্লাবটিকে গোল দেওয়ার চেয়ে নিজেদের জাল অক্ষত রাখাতেই চোখ ছিল যেন বেশি।

গোলমুখে সফরকারী পার্সেপোলিসের চার শটের বিপরীতে আল নাসর নিতে পারে মাত্র একটি শট। দশজনে কমে আসা ম্যাচটি থাকে গোলশূন্য। পয়েন্ট টেবিলে ৫ ম্যাচে ৪ জয়ে রোনালদোদের পয়েন্ট ১৩। দুইয়ে থাকা পার্সেপোলিসের পয়েন্ট ৮। অনেক পিছিয়ে থাকার কারণে গ্রুপ থেকে এক ম্যাচ আগেই লিগের পরের ধাপে উঠেছে রোনালদোদের দল।


সোমবার ম্যাচ শুরুর বাঁশি পড়ার কিছুক্ষণের মধ্যে রোনালদো ফাউলের শিকার হন। ঠিক ততক্ষণই পেনাল্টির আবেদন জানান আল নাসরের ফুটবলাররা। একটু দূরে থাকা রেফারি মা নিং অবশ্য পেনাল্টির নির্দেশও দেন। পার্সেপোলিসের ফুটবলাররা প্রতিবাদ করলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন রেফারি।

তারপরই চমক দেখান রোনালদো। প্রতিপক্ষের ডি-বক্সে ফাউল আদায় করবেন, পেনাল্টি পেলে সেটা দ্রুতই গোলে পরিণত করবেন— এমন রোনালদো যেন আমূল বদলে গেলেন। রোনালদো রেফারিকে ইশারা করে জানান, দোষটা তারই ছিল। আল নাসরের অধিনায়কের কথা শুনে ভিএআরের সাহায্য নেন রেফারি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল আসে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ক্রীড়াপ্রেমীরা পর্তুগিজ স্ট্রাইকারের সততার প্রশংসা করেছেন।

ম্যাচের শুরুতে রোনালদো উদারতা দেখালেও খানিক বাদেই আল নাসর দেখে লাল কার্ড। স্বাগতিকদের রক্ষণের তারকা আলি লাজিমি ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় রোনালদোদের একজন কম নিয়ে খেলতে হয়। কোনো পক্ষই গোল করতে না পারায় খেলার শেষের দিকে উত্তেজনা ছড়ায়। রোনালদো নিজেও শেষদিকে নাকে আঘাত পান। ম্যাচটি গোলশূন্য থাকলেও পরের পর্ব নিশ্চিত করেছে সবার আগে আল নাসর।

শীর্ষে থেকে পরের রাউন্ডে ওঠায় সন্তুষ্ট রোনালদো, ফেসবুকে ম্যাচের বেশকিছু ছবি দিয়ে সিআরসেভেন লেখেন, ‘গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করতে পেরে ও টানা ২০ ম্যাচে অপরাজিত থাকতে পেরে খুশি। দারুণ টিমওয়ার্ক।’

রোনালদোরা আগামী শুক্রবার মুখোমখি হবেন নেইমারদের আল হিলালের বিপক্ষে। সৌদি প্রো লিগের লড়াইটি মূলত শীর্ষ নিশ্চিতের লড়াই। টেবিলের শীর্ষে থাকা নেইমাররা জিতলে শীর্ষ পোক্ত হবে, রোনালদোদের কাছে হারলে এক নম্বর জায়গা হারাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা