× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেউ নেই বলেই দলে সৌম্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ২১:২৫ পিএম

সৌম্য ফিরছেন নিউজিল্যান্ড সফরের সাদা বলের সিরিজে— টুইটার

সৌম্য ফিরছেন নিউজিল্যান্ড সফরের সাদা বলের সিরিজে— টুইটার

চন্ডিকা হাথুরুসিংহের পছন্দ বলেই কি সৌম্য সরকার দলে— বড় হয়ে উঠেছে এই প্রশ্নটিই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, বিষয়টি এমন নয়। দলের প্রধান নির্বাচকের মতো আরেক নির্বাচক হাবিবুল বাশারের কণ্ঠেও ধ্বনিত হয়েছে একই সুর। কিছুটা ঘুরিয়ে বলেছেন— ‘প্রধান কোচের পছন্দ থাকতেই পারে, তবে আমাদের সিদ্ধান্তেরও ব্যাপার আছে।’ শুক্রবার বাশার যা বললেন, তার সার কথা— ‘কেউ নেই বলেই দলে ফিরেছেন সৌম্য।’

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার পর থেকে মূলত সৌম্যর দলে ফেরা নিয়েই চলছে জোর আলোচনা। দীর্ঘদিন ধরে পারফর্ম না করেও দলে কীভাবে সৌম্য— এমন প্রশ্নের জবাবে বাশারের যুক্তি, ‘নতুন কাউকে নেওয়ার থেকে পুরোনোরা বেটার।’ ঠিক সেই কারণেই দলে সৌম্য, ‘আসলে কিছু জোরপূর্বক পরিবর্তন করতে হয়েছে। মাহমুদউল্লাহ নেই, সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না, আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা কমে গেছে। নিউজিল্যান্ড সফর সব সময়ই একটু কঠিন হয়। সেখানে আমরা অনেক স্ট্রাগল করি। এখন নতুন কাউকে দেখার থেকে আমাদের মনে হয়েছে এমন কাউকে নিই, যে এই কন্ডিশনে আগে খেলেছে।’

শুধু পুরোনো এবং অভিজ্ঞ বলেই নয়, সৌম্যকে দলে নেওয়ার আরেকটা কারণের কথাও বলেছেন বাশার। অলরাউন্ডারের ঘাটতি মেটানোর জন্য বাঁহাতি ব্যাটারকেই পারফেক্ট মনে করছেন বিসিবির এই নির্বাচক— ‘যদি কেউ পারফর্ম করে, তাহলে তাকে কিন্তু দলে নেওয়া হয়। তবে যখন দল করি, কিছু ব্যাপার বিবেচনায় আনি। শুধু পারফরম্যান্স নয়, পারিপার্শ্বিকতা দেখতে হয়। অতীত ও ভবিষ্যৎ ভাবতে হয়। সে ক্ষেত্রে যারা একটু অভিজ্ঞ ক্রিকেটার, তারা মোটামুটি পারফর্ম করলে সুযোগ বেশি থাকে। কারণ, আমাদের কাছে মনে হয়, একদম নতুন কাউকে নেওয়ার চেয়ে...। আর সৌম্য একদমই খারাপ ফর্মে নেই। এবার প্রথম শ্রেণিতে ভালোই ব্যাটিং করেছে।’ 

সৌম্যর অলরাউন্ড সামর্থ্যের ওপর আস্থা রাখছেন নির্বাচকরা। তিন সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডে বেশ সফল সৌম্য। ২১ ইনিংসে ৩টি অর্ধশতকের সঙ্গে আছে ১টি শতক। জাতীয় লিগে ৬ ম্যাচের ১১ ইনিংসে ব্যাট করে ৪ অর্ধশতকে সৌম্যর রান ৪৩৬, উইকেটও নিয়েছেন ১৭টি। তবুও প্রশ্নটি উঠেছে, এতদিন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য হুট করেই কেন দলে? সেই প্রশ্নের উত্তরে বেশ কৌশলী হাবিবুল বাশার— ‘আমাদের নির্বাচন প্যানেলে সবকিছু আলোচনা করেই তাকে ফিরিয়েছে। পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন তার কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভালো। ২০১৫ বিশ্বকাপে ভালো করেছে। ওখানে টেস্টে ওর সেঞ্চুরিও আছে।’ 

সবশেষে এসেছে হাথুরুসিংহের পছন্দের ব্যাপারটি। সৌম্যকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে প্রধান কোচের ভূমিকা ছিল কি না, সে প্রশ্নের জবাবেও সরাসরি উত্তর দেননি বাশার। ‘আমার মনে হয়, কোচের ইনপুট নিয়ে খুব বেশি আলাপ হওয়া উচিত নয়। দল যখন হয়, সবার ইনপুট নিয়েই করা হয়। সবাই যখন একমত হন, তখনই দলটা গড়া হয়। আমাদেরও কিছু পছন্দ থাকে, কোচেরও থাকে। এমন নয় যে একজন ক্রিকেটার শুধু একজনের পছন্দেই দলে আসে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা