× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাথুরুর বিরুদ্ধে তদন্তে কোয়াব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ২২:৪৩ পিএম

হাথুরুর বিরুদ্ধে তদন্তে কোয়াব

বিশ্বকাপে দারুণ যাত্রা ছিল বাংলাদেশের। আফগানিস্তানকে হারিয়ে ভালো লক্ষ্যের ইঙ্গিত দিয়েছিল সাকিব আল হাসানের দল। অথচ সময় বাড়ার সঙ্গে সঙ্গেই আশার ফানুস চুপসে যায়। সেমি স্বপ্নের হয় অপমৃত্যু। আসরে টেনেটুনে দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। তাতেই কোনোরকমে গা বাঁচে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির টিকিট নিশ্চিত হয়।

টাইগারদের এমন নখদন্তহীন পারফরম্যান্সে অসন্তুষ্ট ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট চলাকালীন এক ক্রিকেটারকে ‘শারীরিক হেনস্থার’ অভিযোগ উঠেছে খোদ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। দেশের একটি গণমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে, যা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি বিসিবি। তবে খতিয়ে দেখছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াবের সাধারণ সম্পাদক দেব্রবত পাল বলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে কথা বলে অনুসন্ধান করছি। এখন পর্যন্ত ভিকটিমের কাছ থেকে কোনো অভিযোগপত্র পাইনি। ঘটনার সত্যতা থাকলে বিসিবির কাছে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করব।’

ন্যক্কারজনক ঘটনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। হাথুরুসিংহের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটি সত্যি প্রমাণ হলে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি, ‘নিউজের ঘটনা সত্য কি না যাচাই করে দেখব। সত্য হলে কেন হয়েছে জানার চেষ্টা করব। এ ধরনের ঘটনা হওয়ার কথা নয়। সবাইকে যাচাই করা হবে, আলাপ করা হবে। তারপর সিদ্ধান্ত নেব। যে-ই দোষী হবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদমাধ্যমে প্রকাশ হয়, বিশ্বকাপে ম্যাচ চলাকালীন একাদশের বাইরে থাকা এক ক্রিকেটারকে পানি আনতে বলেছিলেন হাথুরুসিংহে। আদেশ পালনে কিঞ্চিৎ বিলম্ব হওয়ায় তার গালে থাপ্পড় মেরে বসেন কোচ। হাথুরুর এমন আচরণে মাঠেই কান্না করেন ভুক্তভোগী ওই ক্রিকেটার। প্রধান কোচের এমন ব্যবহারের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন দলের ট্রেইনার এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা