× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চড়কাণ্ডে হাথুরু বললেন ‘রাবিশ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ২৩:০৩ পিএম

সংবাদ সম্মেলনে নাসুমের বিষয়টি উঠতেই বিরক্ত হয়েছেন বাংলাদেশের কোচ— ছবি: আ. ই. আলীম

সংবাদ সম্মেলনে নাসুমের বিষয়টি উঠতেই বিরক্ত হয়েছেন বাংলাদেশের কোচ— ছবি: আ. ই. আলীম

আনুষ্ঠানিক কোনো অভিযোগ এখনও আসেনি। সবাই যেন একজন অন্যজনের থেকে শুনে বলছে, ‘বিশ্বকাপ চলাকালে নাসুম আহমেদকে চড় মেরেছে প্রধান কোচ।’ সেই শোনা কিংবা গুঞ্জন ওঠা প্রশ্ন সংবাদ সম্মেলনে করা হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহের কাছেও। ‘চড় মারার’ বিষয়টিতে প্রধান কোচ ক্ষুব্ধ হয়েছেন, ‘রাবিশ’ বলে আত্মপক্ষও সমর্থন করেছেন। তবে ঘটনা আসলে কী, সেটির সত্যতাসহ বিস্তারিত জানতে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে আরও দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খানকে নিয়ে গঠন করা হয়েছে বিশেষ এই কমিটি। তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে তিন দিন আগে। গত পরশু দ্বিতীয় দিনে বিশেষ কমিটির সামনে হাজির হন নাসুম আহমেদ ও দলের ম্যানেজার রাবীদ ইমাম। বাংলাদেশ ক্রিকেট লিগ খেলতে নাসুম ছিলেন চট্টগ্রামে। সেখান থেকে বিমানে করে ঢাকায় এসে কথা বলে আবার চট্টগ্রামে চলে গেছেন। তবে নাসুম কি সত্যিই শারীরিক আঘাতের শিকার হয়েছিলেন, তা নিয়ে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি।

এমন প্রশ্ন তোলায় এবং স্পর্শকাতর বিষয়টি নিয়ে নিউজ করায় সাংবাদিকদেরও একহাত নিয়েছেন হাথুরুসিংহে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগে সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ হয়ে প্রশ্নকর্তাকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘আর ইউ ম্যাড?’ লঙ্কান কোচ অবশ্য দাবি করেছেন, তাকে নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ধরনের কাজ তার মতো মানুষের পক্ষে সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসও খোলাখুলি কিছু বলেননি, ‘যেহেতু (বিশ্বকাপ ব্যর্থতার) একটি কমিটি তদন্ত শুরু করে দিয়েছে, তাই এখন মন্তব্য করতে চাচ্ছি না। ও রকম কিছু (নাসুমকে চড় মারার ঘটনা) ঘটে থাকলে নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে। বিশ্বকাপের সময় কলকাতায় থাকার সময় এটা শুনেছিলাম। ওটা চড় ছিল নাকি ধাক্কা বা অন্য কিছু, তা আমরা স্পষ্ট জানতাম না। তা ছাড়া ওখানে দলের সঙ্গে টিম ডিরেক্টর এবং ম্যানেজারও ছিলেন। কিছু ঘটে থাকলে তাদের জানার কথা। নিউজিল্যান্ড ম্যাচের পর আরও দুই ম্যাচ হয়ে যাওয়ার পরও কেউ (দলের) কিন্তু কোনো অভিযোগ করেনি।’

স্বল্পভাষী নাসুমকে ‘চড় মারার’ বিষয়টি ভালো করে তদন্ত করা উচিত বলে মনে করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। ফেসবুকে এক লাইভে পাইলট বলেছেন, ‘বিশ্বকাপের সময় নাকি নাসুমের গায়ে হাত তোলা হয়েছে। যদি কোচ নাসুমের গায়ে হাত দিয়েই থাকেন, তাহলে এটা অনেক বড় অন্যায়ের কাজ করেছেন হাথুরুসিংহে। কারণ কারও গায়ে কেউ হাত দেওয়ার অধিকার রাখে না, সেটা যে-ই হোক না কেন। আমি আমার ক্যারিয়ারে কখনও দেখিনি, কখনও শুনিওনি এমন ঘটনার কথা। যদি তিনি এমনটা করে থাকেন, তাহলে এটা জাতীয় দলের ওপর বড় একটা প্রভাব পড়বে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা