× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেলসিকে হারিয়ে ওল্ড ট্রাফোর্ডে রেকর্ড ধরে রাখল ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১২:৫৪ পিএম

গোলের পর স্কট ম্যাকটোমিনেকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি: সংগৃহীত

গোলের পর স্কট ম্যাকটোমিনেকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি: সংগৃহীত

গত ৩ ডিসেম্বর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হারের আগে চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। এক সপ্তাহের মধ্যে জোড়া ধাক্কায় কিছুটা ছন্দহীন ছিল এরিক টেন হাগের দল। তবে চেলসির বিপক্ষে লড়াইয়ে জয়ে ফিরল রেড ডেভিলরা। ব্লুজদের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই ২-১ গোলে জয় পেয়েছে ম্যানইউ।

এই জয়ে প্রায় ১১ বছর ধরে ঘরের মাঠে প্রিমিয়ার লিগের খেলায় চেলসির বিপক্ষে অপরাজিত থাকল ম্যানইউ। সবশেষ ২০১২-১৩ মৌসুমে লিগ খেলায় ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছিল চেলসি। তবে ২০২০ সালে এফএ কাপের খেলায় ম্যানইউর বিপক্ষে ওল ট্রাফোর্ডে ৩-১ গোলের বড় জয়ই পেয়েছিল ব্লুজরা। বুধবার রাতের খেলায় শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ম্যানইউ। সেটি পরিসংখ্যান থেকেই বোঝা যায়। চেলসির বিপক্ষে ২৮টি শট নেয় টেন হাগের শিষ্যরা। যার ৯টিই ছিল অন টার্গেটে। বিপরীতে ১৩ শটের মাত্র ৩ টি শট অন টার্গেটে রাখে মাওরিসিও পচেত্তিনোর দল। 

ম্যানইউ এদিন জিততে পারত আরও বড় ব্যবধানে। যদিও ৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করতে পারেননি ব্রুনো ফার্নান্দেজ। তবে ১০ মিনিট পরই লিড নেয় ম্যানইউ। স্কট ম্যাকটোমিনের গোলে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে চেলসিকে ১-১ সমতায় ফেরান কোল পালমার। 

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দল। ম্যাচে ম্যাকটোমিনের দ্বিতীয় গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৬৯ মিনিটে গোলটি করেন স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। 

ম্যাচ শেষে ম্যানইউর কোচ টেন হাগের কণ্ঠে আক্ষেপ ঝরল কম গোল হওয়ায়, ‘আমরা ম্যাচে দুর্দান্ত ছিলাম। খেলাটিকে আরও সহজ করতে পারতাম। সাহসী ফুটবল খেলেছে ছেলেরা। গোল আরও বেশি হলে দারুণ হতো। তবে এই জয়ে আমি খুশি।’

এই জয়ের ফলে ১৫ খেলায় ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে পয়েন্ট টেবিলের ছয়ে আছে রেড ডেভিলরা। সমান খেলায় ১৯ পয়েন্ট নিয়ে এই তালিকার ১০-এ আছে চেলসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা