× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে ২০৩৪ বিশ্বকাপেও দেখতে চান ইনফান্তিনো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১০:৩১ এএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ১০:৫০ এএম

কাতার বিশ্বকাপ ফাইনালের পর লিওনেল মেসির হাতে ট্রফি তুলে দেন জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপ ফাইনালের পর লিওনেল মেসির হাতে ট্রফি তুলে দেন জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের শতবর্ষী সংস্করণ হবে ২০৩৪ সালে। ওই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেতে যাচ্ছে সৌদি আরব। যদিও পুরোপুরি নিশ্চিত নয়, তবে স্বাগতিক হওয়ার দৌড়ে কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সরে দাঁড়ানোয় সৌদির বিশ্বকাপ আয়োজন অনেকটাই নিশ্চিত। সেই বিশ্বকাপেই লিওনেল মেসিকে খেলতে দেখার আশা ব্যক্ত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মেসির বয়স এখন ৩৬। ২০২৬ বিশ্বকাপেই খেলবেন কি না নিশ্চিত নয়। যদিও তিনি আর্জেন্টিনার হয়ে খেলে যাচ্ছেন এবং পারফর্ম করছেন। ২০৩৪ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে প্রায় ৪৬। এ বয়সে ফুটবল খেলা অসম্ভবই বটে। তবে অসম্ভব হলেও কাতার বিশ্বকাপ বিজয়ীর প্রতি এমনটাই আহ্বান জানিয়েছেন ইনফান্তিনো।

সম্প্রতি ইন্টার মায়ামিতে আয়োজিত কনমেবল লিজেন্ড ম্যাচে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি। সেখানেই একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে মেসির প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, ‘আমরা ফাইনাল ম্যাচটি নিয়ে কথা বলেছি। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সেই বিশ্বকাপের সাফল্য ধরে রেখে আমরা পরের বিশ্বকাপের পরিকল্পনা করেছি। আমরা খুব ভালো অবস্থানে আছি, সবাই খুশি। ২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেবে, এটি বিশাল হবে। আমি নিশ্চিত সেটিও সাফল্য পাবে।’

এরপর লিওনেল মেসিকে নিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি সে (মেসি) পরের বিশ্বকাপে জায়গা করে নেবে এবং তার পরের বিশ্বকাপে, এমনকি ২০৩৪ সালেও।’

এদিকে লিজেন্ড ম্যাচটিতে অংশ নেন রোনালদিনহো, কার্লোস ভালদেররামা ও সার্জিও আগুয়েরোর মতো সাবেক তারকা ফুটবলাররা। এ ম্যাচ নিয়ে ইনফান্তিনো বলেছেন, ‘আমি এটি খুব উপভোগ করেছি। বিশেষ করে চ্যাম্পিয়ন ও কিংবদন্তি খেলোয়াড়দের দেখে খুবই খুশি হয়েছি। তারা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাদের এখনও মাঠে খেলতে দেখতে হৃদস্পন্দন নড়াচড়া করে। সত্যিই তাদের এখানে দেখতে পেরে আমি খুব খুশি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা