× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনাল ও টুর্নামেন্ট সেরা শিবলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:২৩ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ২২:২৮ পিএম

ফাইনাল ও টুর্নামেন্ট সেরা শিবলি

যুব এশিয়া কাপ নিজের করে নিয়েছেন আশিকুর রহমান শিবলি। সেঞ্চুরি করেছেন ফাইনালে। আসরে জোড়া সেঞ্চুরি পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের এই ওপেনার। ইতিহাস রাঙানোর দিনে রানের ফোয়ারা ছুটিয়ে ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর আসরে পাঁচ ম্যাচে ৩৭৮ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরা। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিবলি দেখা পেয়েছেন দুটি অর্ধশতক এবং দুটি সেঞ্চুরির। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭১, জাপানের বিপক্ষে অপরাজিত ৫৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপরাজিত ১১৬ রান করেন তিনি। আর শিরোপার লড়াইয়ে তার ব্যাট থেকে আসে ১২৯ রান। পুরো ইনিংস মিলিয়েও শিবলিকে ছুঁতে পারেনি স্বাগতিকরা। তাদের ইনিংস শেষ হয় ৮৭ রানে। 

শিরোপা জয়ের সঙ্গে আর্থিক পুরস্কারও পেয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ১৫ হাজার ইউএস ডলার পেয়েছে ইয়াং টিম টাইগার্স। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ায় প্রাইজমানি হিসেবে শিবলি পেয়েছেন ৭৫০ ডলার।

ফাইনালের আগের দিন শনিবার অনুজদের উৎসাহ দিয়ে এক ভিডিওবার্তা পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সিনিয়রদের প্রায় সবাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে সম্বোধন করেছিলেন চ্যাম্পিয়ন বলে। সবার বক্তব্যই ছিল, দশম যুব এশিয়া কাপ শিরোপা বাংলাদেশের প্রাপ্য। বাস্তবে ঘটেছে সেটাই। দোর্দণ্ড প্রতাপে শিরোপা জিতেছেন জুনিয়র টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জাতীয় দল হারলেও অনুজদের এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত তারা। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুক স্ট্যাটাসে এক অভিনন্দন বার্তায় লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা পেরেছে। এশিয়ার সেরা হওয়ায় অভিনন্দন। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের ভাষায়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! তরুণ টাইগারদের থাবার ছাপ এবার ইতিহাসের পাতায়! অনুজদের অর্জনে ভীষণভাবে উচ্ছ্বসিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনন্দন বার্তায় লেখেন, শাবাশ। যুব এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা