× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌম্যর সমস্যা হাথুরুর অজানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ২২:০২ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ২২:০৪ পিএম

সৌম্য সরকার

সৌম্য সরকার

দলে নেই বেশ কয়েকজন তারকা। সাকিব আল হাসান এখন ব্যস্ত রাজনীতির মাঠে। নির্বাচনী প্রচারণার সঙ্গে বাঁ-হাতের তর্জনীর চোটও বিশ্বসেরা এ অলরাউন্ডারকে দর্শক বানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড সফরে। পিঠের ব্যথা নিয়ে তামিম ইকবাল অনেক দিন ধরেই নেই ক্রিকেটে। কাঁধের ইনজুরি জ্বালিয়ে মারছে তাসকিন আহমেদকে।

হাঁটুর অস্বস্তির কারণে দলের সঙ্গী হতে পারেননি পেসার ইবাদত হোসেনও। তাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায় দলে জায়গা ফাঁকা হয়েছে কয়েকটা। এই সুযোগে কিউই সফরে ডাক পেয়েছেন অনেকে। তাদের মধ্যে অন্যতম অনেক দিন পর জাতীয় দলে ফেরা সৌম্য সরকার। প্রত্যাশা ছিল ব্যাটে-বলে সাকিবের অভাব পূরণ করবেন সৌম্য। কিন্তু বাস্তবে তেমন কিছুই হচ্ছে না।

ওয়ার্মআপ ম্যাচে ব্যাট হাতে ফিফটি (৫৯) হাঁকালেও প্রথম ম্যাচে হতাশ করেন সৌম্য। মারেন ডাক। বল হাতেও ছিলেন বেশ ছন্দছাড়া। ৬ ওভারে উইকেটশূন্য থেকেও খরচ করেন ৬৩ রান। এ কারণেই সৌম্যর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গেছে আবারও। 

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন সৌম্য। সেও প্রায় এক বছর পর জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। মাঠে ফিরেই নিউজিল্যান্ডের মাটিতে খেলেন ত্রিদেশীয় সিরিজ। বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ শেষে ফের দলের বাইরে চলে যান সৌম্য। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে হোম ওয়ানডে সিরিজে ফেরেন। পারফরম্যান্স তলানিতে থাকায় বিশ্বকাপে জায়গা হয়নি। সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে সর্বশেষ পাঁচ পাঁচের ৪ ইনিংসেই তিনবার সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই।

সৌম্যর সমস্যাটা আসলে কোথায়? আগামীকাল ভোর ৪টায় দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে আজ নেলসনে সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের উত্তর, সৌম্যর সমস্যা আসলে তার জানা নেই- ‘গত পাঁচ ম্যাচ? আমি জানি না। আমি তাকে এবার কেবল এক ম্যাচ দেখলাম। আমি জানি না, তার কী সমস্যা। সে তো ঘরোয়া ক্রিকেটে রান করছিল।’

কিন্তু ঘরোয়া ক্রিকেটে সৌম্যর পারফরম্যান্স গড়পড়তা। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে একটি করে শতক ও অর্ধশতকে তার গড় ২৬.৬৩। গত বিপিএলে এক ফিফটিতে (৫৭) গড় ছিল ১৪.৫০। প্রথম শ্রেণির ক্রিকেটে চলমান বিসিএলের প্রথম রাউন্ডে দুই ইনিংসে তার ব্যাট ছুঁয়ে আসে ৪০ রান। জাতীয় লিগে অবশ্য নজর কাড়েন। ১১ ইনিংসে চার ফিফটিতে ৪৮.৮৮ গড়ে তার সংগ্রহ ছিল ৪৩৬ রান।

সৌম্যকে দলে নেওয়ার কারণ তার ব্যাটিং-বোলিং সামর্থ্য। হাথুরুসিংহে জানালেন তেমনটাইÑ ‘আমরা এমন একজন চাই, যে বোলিং ও ব্যাটিং করতে পারে। এখানে সাকিব আল হাসান নেই, বাংলাদেশ দল গত ১৭ বা ১৫ বছর ধরে সাকিবকে নিয়ে খেলে অভ্যস্ত। তাকে ছাড়া দলের ভারসাম্য ঠিক রাখা কঠিন। এই জন্য সে (সৌম্য) অলরাউন্ডার হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তবে কোনোভাবেই সাকিবের বিকল্প হতে পারবেন না সৌম্য। সেটি মনে করিয়ে দিতে বাংলাদেশ কোচের ভাষ্য, ‘সাকিব যা পারে সে তা করবে, এমন আশা করি না। আমরা আশা করছি, সে বোলিং ও ব্যাটিং করতে পারবে। অলরাউন্ডার হিসেবে দুই বিভাগে অবদান রাখবে।’

প্রথম ম্যাচে কোনো পঞ্চম বিশেষজ্ঞ বোলার ছিল না। এর পেছনে ছিল সৌম্যর ওপর নির্ভরশীলতা। ছিল আরও একটি কারণ। হাথুরুসিংহে বলেন, ‘গত ম্যাচেও রিশাদকে (হোসেন; লেগস্পিনার) খেলানোর জন্য আমরা উদগ্রীব ছিলাম। কিন্তু এখানে আমাদের পরিসংখ্যান ভালো না, সব ম্যাচই হেরেছি। শুরুতে অনেক উইকেট পড়ে যায়। এই কারণে বাড়তি একজন ব্যাটার আমরা রাখতে চেয়েছি।’

বৃষ্টি হানা দিয়ে টাইগারদের রণকৌশল পণ্ড করে দিয়েছে। এমনটাই দাবি করে লঙ্কান এ ক্রিকেট গুরু, ‘ম্যাচ হার সব সময়ই হতাশার। কিন্তু আবহাওয়ার কারণে আমরা বেশি কিছু করতে পারিনি। আমাদের অনেক পরিকল্পনা বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছে দুবার। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু শেষে ভালো বোলিং করতে করিনি। আমরা কন্ডিশন কাজে লাগাচ্ছিলাম, কিন্তু দুবার বৃষ্টি বিরতির পর অধিনায়ক বোলিং সামলাতে চাপে পড়ে যায়। ১০ ওভার বাকি থাকতে তাদের হাতে ৮ উইকেট ছিল।’

ডানেডিনের বিরূপ আবহাওয়াও শত্রু হয়েছিল বাংলাদেশের। কিন্তু নেলসনে ঠিক তার উল্টোÑ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। প্রকৃতির এই পরিবর্তনের সঙ্গে বড় স্কোরের প্রত্যাশা করছেন হাথুরুসিংহে, ‘এই উইকেট ভালো মনে হচ্ছে। ২০১৭ সালে যখন শেষ এসেছিলাম, দুটি ম্যাচ খেলেছিলাম। ২০১৫ বিশ্বকাপেও মনে পড়ে, (উইকেট) বেশ ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। ভালো আউটফিল্ড, দ্রুতগতির। বড় স্কোর আশা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা