× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ক্যাম্পের আগে ছুটি পাচ্ছেন না যুবারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ০০:০১ এএম

শিরোপা জয়ের পর আনন্দে উদ্বেলিত বাংলাদেশের যুবারা

শিরোপা জয়ের পর আনন্দে উদ্বেলিত বাংলাদেশের যুবারা

ছুটি কাটানোর ফুরসত এখনই মিলছে না মাহফুজুর রহমান রাব্বিদের। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে আসার পর চ্যাম্পিয়নরা ব্যস্ত নানা অনুষ্ঠানে। জানুয়ারির মাঝামাঝি সময়ে বসতে চলা যুব বিশ্বকাপে চোখ রাখা রাব্বিদের কয়েক দিনের মধ্যেই ফিরতে হবে মাঠে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে খেলোয়াড়দের খেলার মাঝে রাখতে। সেজন্য যুবাদের দেখা যাবে ওয়ানডে সংস্করণের বিসিএলে। এরপর জানুয়ারির শুরুর দিন থেকেই তৈরি হতে হবে বিশ্বকাপ সামনে রেখে।

বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণ শুরু হবে ২৪ ডিসেম্বর। কক্সবাজারে বিসিএলের ওয়ানডে সংস্করণ থেকে অবশ্য ছুটি পেয়েছেন যুবা দলের পেসাররা। ৩০ ডিসেম্বর মিরপুরে হবে আসরের ফাইনাল। এর এক দিন পরই যুবারা যোগ দেবেন বিশ্বকাপের ক্যাম্পে।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ জানিয়েছে, ‘বিশ্বকাপের বেশি দেরি নেই। এ জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে- প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণে খেলবে যুবারা। এরপর ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।’

সপ্তাহব্যাপী ক্যাম্প শেষে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন রাব্বি-শিবলীরা। ১৯ তারিখ যুব বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত প্রোটিয়া মুলুকে হবে কন্ডিশনিং ক্যাম্প। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম মাঠে নামবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে সে ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে।

গত রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রূপকথার গল্পই লিখেছেন মাহফুজুর রহমান রাব্বী-আশিকুর রহমান শিবলীরা। ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ১৯৫ রানে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশের যুবারা। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা শিবলীর (১২৯) জাদুকরী তিন অঙ্কে ৮ উইকেট হারিয়ে ২৮২ রানের পুঁজি গড়েছিলেন লাল-সবুজ প্রতিনিধিরা।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যান স্বাগতিক আমিরাতের ছেলেরা। টুর্নামেন্ট জয়ের পর থেকেই সোনার ছেলেদের নিয়ে দেশে চলছে রীতিমতো মাতামাতি। খুদে ক্রিকেটাররা যোগ দিচ্ছেন নানা অনুষ্ঠানে। আজ রাতে যুবারা অংশ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দেওয়া নৈশভোজে। 

এশিয়া জয়ের মিশন কমপ্লিট। এবার যুব বিশ্বকাপে চোখ জুনিয়র টাইগারদের। বিশ্বমঞ্চের আগে এশিয়া জয়ে দেশের যুবাদের দায়িত্ব বেড়ে গেছে বলেই মনে করেন ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বি, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। প্রথমবার আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলাম। এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। আমাদের সামনে যে বিশ্বকাপ আছে, এটার জন্য আমাদের দায়িত্ব বেড়ে গিয়েছে। এশিয়া কাপ থেকে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা