× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব বিশ্বকাপ জিতে ম্যানসিটির বড়দিন উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৭ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৮:২২ পিএম

কোপা লিবার্তাদোরস বিজয়ী ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপ জিতেছে ম্যানচেস্টার সিটি। ছবি : গোলডটকম

কোপা লিবার্তাদোরস বিজয়ী ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে পরাজিত করে ক্লাব বিশ্বকাপ জিতেছে ম্যানচেস্টার সিটি। ছবি : গোলডটকম

ম্যানচেস্টার সিটির কোচ হওয়ার পর প্রায় সব শিরোপাই জিতেছেন পেপ গার্দিওলা। ইংল্যান্ডের ঘরোয়া শীর্ষ প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন পাঁচবার। এফএ কাপ, লিগ কাপ ও কমিউনিটি শিল্ড কাপের একাধিক ট্রফিও জিতেছেন তিনি। বৈশ্বিক শিরোপা বলতে কেবল ক্লাব বিশ্বকাপটাই বাকি ছিল। তার অধীনে সেটিও শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে জিতে নিয়েছে সিটিজেনরা। ইংলিশ ক্লাবটির হয়ে চলতি বছরে পাঁচটি শিরোপা জিতেছেন স্প্যানিশ কোচ। এবার তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন। খেলোয়াড়দের বলেছেন এখান থেকে নতুন এক যুগের সূচনা করতে। এটাও বলেছেন যে এই শিরোপা জয়ের কথা তিনি ও খেলোয়াড়রা দীর্ঘদিন মনে রাখবেন।

জেদ্দায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোপা লিবার্তাদোরস বিজয়ী ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে পরাজিত করেছে। খেলায় জোড়া গোল করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। একটি গোল হয়েছে আত্মঘাতী। ম্যানসিটির হয়ে তৃতীয় গোলটি করেছেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। 

খেলায় প্রথম মিনিটেই লিড নেয় ম্যানসিটি। নাথান আকের দুর্দান্ত শটটি গোলপোস্টের বাইরে দিয়ে যাওয়ার আগে বল নিয়ন্ত্রণে নেন আলভারেজ। এরপর তার অসাধারণ ফিনিশিংয়ে এগিয়ে যায় গার্দিওলার দল। ২৭ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে লিড দ্বিগুণ হয় সিটির। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আকাশি নীল জার্সিধারীরা।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা না পেলেও দীর্ঘসময় নিজেদের জাল অক্ষত রাখে ফ্লুমিনেন্স। ৭২ মিনিটে সেই অচলায়তনাবস্থা ভাঙেন ফোডেন। সিটির স্কোরলাইন ৩-০ করেন তিনি। যদিও এই গোলের আগে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন এই ইংলিশ তারকা। তবে প্রতিপক্ষ গোলরক্ষক তাকে গোলবঞ্চিত রাখে। শেষ পর্যন্ত অবশ্য দারুণ পারফরম্যান্সের পুরস্কার পান তিনি। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাচের শেষ গোলটি করেন আলভারেজ। 

ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘আমরা এই ট্রফিটা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। ছেলেদের বলেছিলাম এটি জিততে পারলে দারুণ হবে, মনে রাখার মতো হবে। এই ট্রফিটা জয়ের একটা আলাদা মাহাত্ম্য আছে। আমরা এক বছরের জন্য বিশ্বের সেরা দলে পরিণত হলাম। এটা অনন্য, বিশেষ এবং সত্যিই চমৎকার।’

তবে ক্লাব বিশ্বকাপ জিতেই থামতে চান না গার্দিওলা। তার কাছে এটি চক্র পূরণের মতো। তিনি বলেন, ‘আমার অনুভূতি ছিল যে আমরা একটি অধ্যায় শেষ করেছি। আমরা ইতোমধ্যে সব শিরোপা জিতেছি। জেতার মতো আর কিছু নেই সত্যি। আমার কাজ মনে হচ্ছে শেষ। এবার সিটিকে নতুন করে এগোতে হবে, নতুন উদ্যোমে ঝাঁপিয়ে পড়তে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা