× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

তামিমের কাঁধেই বরিশালের নেতৃত্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২০:০১ পিএম

বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্বে থাকছেন তামিম ইকবাল; ফাইল ছবি

বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্বে থাকছেন তামিম ইকবাল; ফাইল ছবি

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালের মতো জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। তাই দলটির অধিনায়ক কে হবেন, এটা নিয়ে অনেকেরই ভিন্ন ভিন্ন মত ছিল। কিন্তু শেষ পর্যন্ত নেতৃত্ব ভার থাকছে তামিম ইকবালের কাঁধেই।

সোমবার (১৫ জানুয়ারি) ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'হ্যাঁ, অফিসিয়ালি তামিমই আমাদের অধিনায়ক। ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সি তো আসলে হয় না। তামিমই অধিনায়কত্ব করবে।'

ইনজুরির কারণে দীর্ঘদিন খেলার বাইরে রয়েছেন তামিম। তবে বিপিএলকে সামনে রেখে নিজেকে প্রস্তত করছেন তিনি। কিন্তু কিছু দিন আগে মিরপুরে ব্যাটিং অনুশীলন করার সময় তাসকিন আহমেদের এক বাউন্সারে হাতে ব্যথা পান বাঁহাতি এই ব্যাটার।   

তামিমের বর্তমান ফিটনেস অবস্থা জানাতে গিয়ে বাবুল বলেন, ‘আমার কাছে মনে হয়েছে সে খুব টাচি ও খুব ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো অবস্থায় আছে।’

যোগ করেন, ‘এ রকম কিছু মনে হয়নি আমার কাছে। আজকে আমরা যতক্ষণ অনুশীলন করেছি একটা উদ্দেশ্য নিয়ে অনুশীলন করেছি। শেষের দিকে আমরা যেমন একটা ফুল ম্যাচ খেলেছি। এর আগে ছোট ছোট সিনারিও ছিল। সারাক্ষণই তামিমের ইনভলবমেন্ট ছিল।’

পিকেএসপিতে আজকের অনুশীলন নিয়ে বাবুল বলেন, 'আমাদের অনেক রকম সিনারিও ছিল আজকে। যেহেতু ফুল মাঠে আমরা এখানে অনুশীলন করেছি। কোচ হিসেবে আমি সন্তুষ্ট। ব্যাটার বোলাররা আজকে যে রকম অনুশীলন করেছে, তাতে আমি খুশি।'


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা