× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা ‘দ্য বেস্ট’

মেসিহীন মঞ্চেও মেসিই সেরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ০৪:০৪ এএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ২৩:৪৪ পিএম

মেসিহীন মঞ্চেও মেসিই সেরা

‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। কিন্তু ফিফার বর্ষসেরা পুরস্কারের এ অনুষ্ঠানে এতসব তারকার ভিড়েও উপস্থিত ছিলেন না খোদ লিওনেল মেসি। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড প্রাকমৌসুমের অনুশীলনে দলের সঙ্গে থাকায় অনুষ্ঠানে হাজির হতে পারেননি। তবে মঞ্চে না থাকলেও এই খুদে জাদুকর টানা দ্বিতীয়বার জিতলেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন ৩৬ বছর বয়সি এই মহাতারকা।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে এবারের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার জেতার পথে দুই প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ড ও পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

মেসি আগের দুবার পুরস্কার নিজ হাতেই গ্রহণ করলেও স্বভাবতই এবার নিজ হাতে পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার বদলে পুরস্কার গ্রহণ করেন অনুষ্ঠানের উপস্থাপক ও ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে দ্বিতীয়বার এ পুরস্কার জয় করেছিলেন খুদে জাদুকর। এর আগে ২০১৯ সালেও তিনি বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন।

এবারের পুরস্কারের জন্য ১৯ ডিসেম্বর, ২০২২ থেকে ২০ আগস্ট, ২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে ছেলেদের ফুটবলে সেরা খেলোয়াড়দের বেছে নিয়েছে ফিফা। সেখান থেকে একজনের হাতে অর্থাৎ মেসির হাতে উঠল বর্ষসেরার পুরস্কার।


একনজরে


ফিফা দ্য বেস্ট (পুরুষ) : লিওনেল মেসি

ফিফা দ্য বেস্ট (নারী) : আইতানা বোনমাতি


সেরা গোলরক্ষক (পুরুষ) : এডারসন

সেরা গোলরক্ষক (নারী) : ম্যারি ইয়ার্পস


বর্ষসেরা কোচ (পুরুষ) : পেপ গার্দিওলা

বর্ষসেরা কোচ (নারী) : সারিনা উইয়েগম্যান


ফিফা পুসকাস অ্যাওয়ার্ড : গুইলহেরমে মাদরুগা


বর্ষসেরা ফ্যান : হুগো দানিয়েল ‘টোটো’ ইনগুয়েজ


ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : ব্রাজিল জাতীয় ফুটবল দল


ফিফা বিশেষ পুরস্কার : মার্তা ভিয়েইরা দ্য সিলভা (ব্রাজিল)


বর্ষসেরা একাদশ (পুরুষ) : থিবো কোর্তোয়া, জন স্টোনস, কাইল ওয়াকার, রুবেন ডিয়াস, বের্নার্ডো সিলভা, জুড বেলিংহ্যাম, কেভিন ডি ব্রুইনে, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি ও ভিনিসিয়ুস জুনিয়র।


বর্ষসেরা একাদশ (নারী) : মেরি ইয়ারপস, লুসি ব্রোঞ্জ, ওলগা কারমোনা, অ্যালেক্স গ্রিনউড, আইতানা বোনমাতি, এলা টুন, কেইরা ওয়ালশ, লরেন জেমস, স্যাম কের, অ্যালেক্স মরগান ও অ্যালেসিয়া রুশো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা