× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিশ্বকাপের সহায়ক হবে বিপিএল’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৫:৪৭ পিএম

‘বিশ্বকাপের সহায়ক হবে বিপিএল’

দেশে শৈত্যপ্রবাহে একটা বিরূপ অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলের দশম আসরের প্রস্তুতি শুরু করেছে সব ফ্র্যাঞ্চাইজি। গতকাল সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানে অনুশীলন করেছে দুর্দান্ত ঢাকা ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা। এবারের বিপিএল আসন্ন বিশ্বকাপে খুবই সহায়ক হবে বলে মনে করছেন দলটির প্রধানতম পেস নির্ভরতা শরিফুল ইসলাম। 

এ বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভালো করতে বিপিএল বেশ সাহায্য করবে বলে মনে করছেন শরিফুল। গতকাল সংবাদমাধ্যমে এই বাঁহাতি পেসার জানান, ‘অবশ্যই অনেকটা সাহায্য করবে। কারণ যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে সবাই চাইবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে। সেক্ষেত্রে সেটা আমাদের বিশ্বকাপে সাহায্য করবে।’

ফিটনেস ধরে রেখে ভালো খেলার ওপর বেশি জোর দিচ্ছেন শরিফুল। তার কথায়, ‘শেষ বছর খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখার। আর যতটুকু ফিট থেকে খেলা যায়। কেননা দেশের হয়ে সামনে অনেক খেলা আছে। আর তাই এটাই আমার মূল লক্ষ্য।’

কাগজে-কলমে ঢাকার দলটা খুব একটা তারকানির্ভর নয়। দলে নেই বিদেশি তেমন তারকা ক্রিকেটারও। তবে যে দল আছে সেটি নিয়েই লড়াই করতে চান শরিফুল, ‘আমি মনে করি, আমাদের টিম ভালোই আছে। যা আছে এটা নিয়েই লড়াই করতে হবে। চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার।’

বিপিএলে প্রথম চার আসরের মধ্যে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। অথচ গতবার তাদের অবস্থান ছিল তলানিতে। এবারও কাগজে-কলমে খুব একটা শক্তিশালী দল হয়ে ওঠেনি ঢাকা। এমন একটা সাদামাটা দলকে ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন কি নাÑ এমন প্রশ্নে শরিফুলের জবাব, ‘প্রথমত বিপিএলে আমাদের লক্ষ্য থাকবে চারে ওঠা। সুপার ফোরে যদি উঠতে পারি, তারপর ফাইনাল চিন্তা করব।’ 

সাম্প্রতিক সময়ে বল হাতে ইনসুইং ডেলিভারিটা বেশ ভালোই রপ্ত করেছেন শরিফুল। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বেশ ভালোভাবেই ভুগিয়েছেন তিনি। ভবিষ্যতে আরও নতুন কোনো ডেলিভারি নিয়ে কাজ করার ইচ্ছে আছে কি নাÑ এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই আছে। ইনশাআল্লাহ সেটা ম্যাচে করার চেষ্টা করব।’

ঢাকার দলে শরিফুলের সঙ্গী জাতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম তাসকিন আহমেদ। তাদের ওপর প্রত্যাশার চাপ কতটা থাকবেÑ এ নিয়ে শরিফুল জানান, ‘না না, চাপ নাই। আসলে দল যেটা চায়, সেটা দিতে পারলে ভালো লাগবে। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভালো করছেন শরিফুল। এ ছাড়া তাসকিন আহমেদও ব্যাট হাতে দিন দিন উন্নতি করছেন। লোয়ার অর্ডারের ব্যাটিং নিয়ে তার ভাষ্য, ‘শুধু আমাদের না, আমি চাইব যেন বিপিএলে প্রত্যেকটা দলের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কিছু রান করে। এর প্রভাব জাতীয় দলে পড়ে। আমরা যখন জাতীয় দলে খেলি, লোয়ার অর্ডারে কিছু রান করি, হয়তো তখন দলের জন্য খুব ভালো হয়।’ 

টিমকে আন্ডারডগ হিসেবে দেখছেন কি না-এমন প্রশ্নে শরিফুলের জবাব, না। আসলে আমাদের টিম আন্ডারডগের চেয়ে ভালো আছে। 

টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। অথচ দলের অধিনায়ক কে হবেন, তা এখনও জানা যায়নি। পেসার শরিফুলের কাছেও জানতে চাওয়া হয় অধিনায়কের বিষয়ে। তবে প্রশ্নটা যেন কিছুটা এড়িয়েই গেলেন শরিফুল, ‘আসলে আমি এসবের কিছু জানি না। আমাদের মিটিং হয়নি। মনে হয় সৈকত (মোসাদ্দেক হোসেন) ভাইয়ের হওয়ার সুযোগ আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা