× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

মাশরাফির নেতৃত্বেই আস্থা সিলেটের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৮:৪১ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ২১:৫৪ পিএম

মাশরাফিকে নিজেদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি : ফাইল ছবি

মাশরাফিকে নিজেদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি : ফাইল ছবি

দিনকয়েক বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। অথচ এবারের বিপিএলে মাশরাফি বিন মর্তুজা খেলবেন কি না, তা নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছিল গুঞ্জন। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবারের আসরেও সাবেক এই টাইগার দলপতিকে নিজেদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি।

ম্যাশের পায়ে চোটের কথা কারোর অজানা নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পায়ের অপারেশন করানোর কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। বিপরীতে তার দলও দৃঢ় প্রত্যয় জানিয়ে আসছিল বিপিএলে তাকে পাওয়া নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত গতবারের রানার্সআপ দলের নেতৃত্বে নড়াইল এক্সপ্রেসেই আস্থা রাখল সিলেট। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে গণমাধ্যমকে সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। যদিও সহ–অধিনায়কের বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্তে আসব ইনশাল্লাহ।’

বিপিএলের আগেই ম্যাশের পায়ে অপারেশন করানোর কথা ছিল। যদিও সেটি করানো হয়নি এখনও, তবে মাশরাফি বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনও জানি না। ওর ইনজুরি তো দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’

এদিকে বিপিএলকে সামনে রেখে সব ফ্র্যাঞ্চাইজি জোরেসোরে প্রস্তুতি শুরু করেছে। তবে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স কিছুটা দেরিতে অনুশীলন শুরু করেছে। এবার তারা ঢাকার কিছুটা দূরে অনুশীলন করছে। গতবারের মতো এবারও তাদের চোখ শিরোপায়। 

নিজেদের শক্তির কথা জানাতে গিয়ে রাজিন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী। আমাদের ব্যাটিং ও ফিল্ডিং লাইনটা অনেক ভালো। অবশ্য আমাদের বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখানে তানজিম সাকিব আছে, রেজাউর রাজা আছে, জিম্বাবুয়ের এনগারাবা আছে। আমি মনে করি, আমাদের বোলিং লাইনও ঠিক আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা