× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানসিটির বিরুদ্ধে অভিযোগের শুনানি যেকোনো দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ১৩:১৮ পিএম

২০০৮ সালে আবুধাবির মালিকানায় যায় ম্যানচেস্টার সিটি। এরপর থেকে ক্লাবটির বিপক্ষে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে। ছবি : সংগৃহীত

২০০৮ সালে আবুধাবির মালিকানায় যায় ম্যানচেস্টার সিটি। এরপর থেকে ক্লাবটির বিপক্ষে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ১০০ টিরও বেশি নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়। কিন্তু এখনও শুনানির মুখোমুখি হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে লিগ কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, খুব শিগগিরই, এমনকি যেকোনো দিন ম্যানসিটির বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে। 

ম্যানসিটির বিরুদ্ধে শুনানি পেছালেও এভারটন রক্ষা পায়নি। আর্থিক অনিয়মের অভিযোগে গত নভেম্বরে এভারটনকে শাস্তিস্বরূপ চলতি মৌসুমে লিগের ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। অথচ ম্যানসিটির অভিযোগগুলো উঠেছে ২০০৯ সাল থেকে। এ ছাড়া সিটিজেনদের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করারও অভিযোগ ওঠে ২০১৮ সালে। বারবারই শুনানি পেছানো হয়েছে। ২০০৯ থেকে এখন পর্যন্ত ক্লাবটি সাতবার লিগ শিরোপা জিতেছে। যদিও অভিযোগ প্রমাণিত হলে সম্ভাব্য নির্বাসনের সম্মুখীন হবে ম্যানসিটি। এ ছাড়া তাদের লিগ টাইটেল কেড়ে নেওয়া হতে পারে।

জানা গেছে, এই বছরের শেষের দিকে মামলার শুনানি হতে পারে। যদিও প্রিমিয়ার লিগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। অনেকের মতে ২০২৫ সাল পর্যন্ত রায় হওয়ার সম্ভাবনা কম। সম্প্রতি এ ব্যাপারে প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে।’ কিন্তু সংবাদমাধ্যমকে মাস্টার্স বলেন, তিনি তারিখ প্রকাশ করতে পারবেন না।

কথা ওঠে এভারটন এবং নটিংহাম ফরেস্টের সাম্প্রতিক অভিযোগ নিয়েও। সোমবার লিগের লাভ এবং টেকসই নিয়ম লঙ্ঘনের জন্য দুটি ক্লাবকে অভিযুক্ত করা হয়েছে। এরপর থেকেই ক্লাব ‍দুটির সমর্থকেরা প্রিমিয়ার লিগ বিরোধী বিক্ষোভ মিছিল করে। মাস্টার্স বলেছেন, ‘বুঝতে পারছি কেন উভয় ক্লাবের ভক্তরা হতাশ হয়েছেন। কিন্তু সেগুলো খুব আলাদা অভিযোগ। ম্যানসিটির সঙ্গে এটাকে মেলানো যাবে না। হ্যাঁ, যদি কোনো ক্লাব, বর্তমান চ্যাম্পিয়ন বা অন্য কেউ, খরচের নিয়ম লঙ্ঘনের সত্যতা পাওয়া যায়, তবে তাদের অবস্থাও এভারটন বা নটিংহাম ফরেস্টের মতো একই হবে। তবে আমি স্পষ্টতই বলতে পারি, ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর চরিত্র সম্পূর্ণ ভিন্ন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা