× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ান ওপেন

জোকোভিচকে বিদায় করে ফাইনালে সিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৩:৩৯ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৩:৫০ পিএম

জোকোভিচকে বিদায় করে ফাইনালে সিনার। ছবি : রয়টার্স

জোকোভিচকে বিদায় করে ফাইনালে সিনার। ছবি : রয়টার্স

নোভাক জোকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের ফাইনালে উঠেছেন জ্যানিক সিনার। এটি তার প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল। অন্যদিকে ২০১৮ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে হেরেছেন জোকোভিচ। ৬-১, ৬-২, ৬-৭ (৬-৮) ৬-৩ গেমে রেকর্ড ২৪বারের গ্র্যান্ডস্ল্যামজয়ীকে হারিয়েছেন ইতালিয়ান সিনার।

মেলবোর্নে ১১তম শিরোপা এবং ক্যারিয়ারে ২৫তম গ্র্যান্ডস্ল্যাম জিতে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডটি নিজের দখলে নিতে জোকোভিচকে অপেক্ষা করতে হচ্ছে।

নোভাক জোকোভিচ। ছবি : এক্স

তবে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয়ের সামনে সিনার। সবশেষ চার ম্যাচের তিনটিতে জোকোভিচকে হারিয়ে দারুণ উচ্ছসিত ২২ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। অত্যাশ্চর্য সেমিফাইনালে জয়ের পর সিনার বলেছেন, ‘এটি একটি খুব কঠিন ম্যাচ ছিল। আমি সত্যিই ভাল শুরু করেছি, প্রথম দুই সেট জিতেছি। আমি অনুভব করছিলাম সে (জোকোভিচ) কোর্টে খুব বেশি স্বস্তি অনুভব করছেন না এবং আমি চাপ দিতে থাকি। তারপর তৃতীয় সেটে, আমি ম্যাচ পয়েন্ট মিস করেছি। কিন্তু আপনি জানেন এটি টেনিস এবং আমি পরের সেটের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করেছি। আমি সত্যিই ভাল শুরু করেছি এবং স্পষ্টতই পরিবেশ সত্যিই দুর্দান্ত ছিল।’

এরপর সিনার আরও বলেন, ‘আমি এই ম্যাচের জন্য অপেক্ষা করছিলাম। এই ধরনের খেলোয়াড়ের সঙ্গে খেলাটা সবসময়ই দারুণ অভিজ্ঞতা। কারণ এখান থেকে আপনি শিখতে পারেন। আমি গত বছর উইম্বলডনে সেমিফাইনালে হেরেছিলাম। আমি এটি থেকে অনেক কিছু শিখেছি, ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছি, এটি প্রক্রিয়ার অংশ। আমি সত্যিই খুশি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা