× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লপ লিভারপুল ছাড়লে শান্তিতে ঘুমাতে পারবেন গার্দিওলা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১১:৩১ এএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১১:৫১ এএম

ইয়ুর্গেন ক্লপ ও পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

ইয়ুর্গেন ক্লপ ও পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

অনেকটা আচমকাই এলো খবরটা। শুক্রবার আকস্মিকভাবে ইয়ুর্গেন ক্লপ জানিয়ে দিয়েছেন চলমান মৌসুম শেষে লিভারপুলের ডাগআউট ছাড়বেন তিনি। ক্লাব সমর্থকদের কাছে খবরটা বড় ধাক্কা হয়েই এসেছে। ব্যাপারটা একই রকম ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার কাছেও। তবে প্রতিপক্ষ ডাগআউট থেকে ক্ষুরধার মস্তিষ্কের এমন কোচ চলে যাওয়ায় কিছুটা স্বস্তি খুঁজে পাচ্ছেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এখন অন্তত লিভারপুল ম্যাচের আগে শান্তিতে ঘুমাতে পারবেন।

প্রিমিয়ার লিগ, এফএ কাপ এ ছাড়া ইংল্যান্ডের আরও যেসব ঘরোয়া ফুটবল রয়েছে সেখানে অনেক দিন ধরেই গার্দিওলার মূল প্রতিপক্ষ ছিলেন লিভারপুল কোচ। সিটির হয়ে গার্দিওলা সাফল্য পেলেও স্প্যানিশ কোচ ভালো করেই জানেন লিগে তাকে কতটা চাপে রেখেছেন ক্লপ। শুক্রবার রাতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহামের বিপক্ষে ম্যানসিটির ১-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘তিনি একজন অবিশ্বাস্য কোচ। তাকে খুব কাছ থেকে হয়তো জানি না। কিন্তু আমার মনে হয় তিনি একজন অসাধারণ মানুষও।’

লিভারপুলের ডাগআউটে ক্লপ থাকলে গার্দিওলা কতটা বিচলিত থাকতেন তা বোঝা গেছে তার পরবর্তী কথায়, ‘বলতে পারেন তার চলে যাওয়ার খবরে আমি কিছুটা আনন্দিত। তখন লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু ভালো করে ঘুমাতে পারব। তবে আমি তাকে শুভকামনা জানাই।’ 

গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানসিটি। এবার অবশ্য লিভারপুল তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে ৫ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষস্থানে লিভারপুল। শেষবারের মতো প্রিমিয়ার লিগের খেলায় অ্যানফিল্ডে দুজন মুখোমুখি হবেন ৯ মার্চ। গার্দিওলা জানিয়েছেন ক্লপকে ভীষণ মিস করবেন তিনি, ‘সে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তাই আমি তাকে ভীষণ মিস করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা