× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় টাইগ্রেসদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ১৮:৩৩ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১৮:৫১ পিএম

পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় টাইগ্রেসদের

ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে একক আধিপত্য চলছে বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজ শুরু করেছিল জুনিয়র টাইগ্রেসরা। এবার সিরিজের আরেক দল পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সুমাইয়া আক্তারের দল জয় তুলে নিয়েছে ৩৬ রানের ব্যবধানে।

 শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে স্বাগতিক বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানের মেয়েদের ৭ উইকেতে মাত্র ১০০ রানে আটকে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের দেওয়া ১৩৭ রান তাড়ায় শুরুতে দারুণ ব্যাট করেন পাকিস্তানের দুই ওপেনার ফাতিমা ও সামিয়া। বলতে গেলে পুরো ইনিংসে তারা দুজনই ভালো পারফর্ম করেছেন। তাদের ৫১ রানের ওপেনিং জুটি ভাঙার পর আর কোনো জুটি গড়তে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি নির্ধারিত ২০ ওভার ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে তোলে ১০০ রান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ৩৯ রান আসে ওপেনার আয়মান ফাতিমার ব্যাটে। আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। এ ছাড়া বলার মতো কেউ রান পাননি পাকিস্তানের। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট করেন আফিয়া আসিমা ইরা। এ ছাড়া রাবেয়া খান ও ফারিয়া আক্তার একটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথম ইনিংসে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের মেয়েদের। ওপেনার ইভা মাত্র ৬ রানে সাজঘরে ফিরলে ভাঙে ২৪ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেন ২৪ রান। তিনে নেমে তার সঙ্গে জুটি বাধা আরভিন তানিও দারুণ ব্যাটিং করেছেন। ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। শেষে ঝোড়ো ব্যাটিং করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩২ রান। তা ছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেন রাবেয়া।

পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন আনোশা নাসির। এ ছাড়া অধিনায়ক মাহনুর আফতাব ও মাহাম আনিস একটি করে উইকেট নেন। ২৩ ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাতীয় দলের স্পিনার রাবেয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা