× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যর্থতায় বার্সেলোনা ছাড়ার ঘোষণা জাভির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১১:৩২ এএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৩:৩০ পিএম

ব্যর্থতায় বার্সেলোনা ছাড়ার ঘোষণা জাভির

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা খোয়ানোর পর থেকেই গুঞ্জনটা চলছিল। গত সপ্তাহে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরে বিদায়ের পর সেটি আরও ডালপালা ছড়ায়। সর্বশেষ গতকাল রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে হেরেছে কাতালানরা। এই হারে সর্বশেষ পাঁচ লড়াইয়ে তৃতীয় পরাজয় দেখল গতবারের লিগ চ্যাম্পিয়নরা। তাই দলের এমন ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন বার্সেলোনার কিংবদন্তি ও কোচ জাভি হার্নান্দেজ। জানিয়েছেন, চলতি মৌসুম শেষ হওয়ার পরই তিনি বার্সেলোনা ছাড়বেন।

শনিবার (২৭ জানুয়ারি) লা লিগার ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে নির্ধারিত সময়ে ৩-৩ ব্যবধানে সমতা থাকলেও, যোগ করা সময়ে আরও দুই গোল হজম করে ৫-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ১৯৬৩ সালের পর এই প্রথম ঘরের মাঠে পাঁচ গোল হজম করেছে কাতালান জায়ান্টরা। এই হারে ২১ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। আর ৮ পয়েন্ট এগিয়ে দুইয়ে আছে এবারের আসরে চমক দেখানো জিরোনা।

ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর বার্সা ছাড়ার ঘোষণায় জাভি বলেছেন, ‘আমি ৩০ জুন চলে যাচ্ছি। সভাপতি এবং স্টাফদের সঙ্গে মিলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একজন বার্সেলোনা সমর্থক হিসেবে ক্লাবের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্ত। আমার মনে হয়, ক্লাবের সবদিক দিয়েই পরিবর্তন দরকার। কেউ আমাকে বলেছিল বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। কিন্তু এটা অসম্ভব। বার্সায় এটা কখনও হবে না।’

২০১৯ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর আগে বার্সার হয়ে সম্ভাব্য সবকিছু জিতেছিলেন জাভি। কোচ হিসেবেও চেয়েছিলেন প্রিয় ক্লাবের হয়ে দারুণ কিছু অর্জন করতে। কিন্তু সে স্বপ্ন অপূর্ণ রেখেই চলে যেতে হচ্ছে জাভিকে। ২০২১ সালে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড ক্যোমান বরখাস্ত হলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেন তিনি।

এরপর অবশ্য পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনাকে লিগ শিরোপা এনে দেন, যা লিওনেল মেসির বিদায়ের পর ক্লাবটির প্রথম লিগ শিরোপা। বার্সেলোনার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে জাভির। তবে উভয় পক্ষ চাইলে আরও চার বছরের জন্য এই চুক্তি বাড়ানোর সুযোগ আছে।

বার্সা ছাড়ার সিদ্ধান্তের পেছনে জাভি দায় দিয়েছেন সাংবাদিকদেরও, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে, আপনি মূল্য পাচ্ছেন না৷ আপনারা দেখবেন, কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গেই হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, কাজ চালিয়ে যাওয়ার কোনো মানে থাকে না।’

তার এই সিদ্ধান্ত দলের পরিবেশ হালকা করবে জানিয়ে জাভি বলেছেন, ‘এই সিদ্ধান্ত দলকে এবং এখানকার পরিবেশকে হালকা করতে সাহায্য করবে। খেলোয়াড়েরা আবারও মুক্ত অনুভব করবে। অর্থের দ্বারা চালিত হয়ে আমি সিদ্ধান্ত নিই না। আমার চুক্তি কখনোই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি হৃদয় দ্বারা চালিত হয়ে সিদ্ধান্ত নিই।’

লা লিগার শিরোপা–দৌড় থেকে প্রায় ছিটকে গেলেও চ্যাম্পিয়নস লিগের জন্য বার্সা লড়াই করবে জানিয়ে জাভি বলেন, ‘এখন সবকিছু শান্ত হবে। আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য লড়তে পারব। এই সিদ্ধান্তের পর আপনারা আমাকে আর শেষ করে দেবেন না। আমি সবচেয়ে বেশি দায়ী। আমি এই সিদ্ধান্ত আরও আগে নিয়েছি। (ভিয়ারিয়ালের বিপক্ষে) জিতলে ঘোষণাটা আমি আরও পরে দিতাম। আমি লাপোর্তাকে ধন্যবাদ দিতে চাই। অধ্যায়টা শেষ। হ্যাঁ, আমি চেষ্টা করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা