× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটারদের দুষছেন রোহিত, ‘সেরা জয়’ বলছেন স্টোকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ২০:৩৯ পিএম

নিজেদের পাতা স্পিন ফাঁদেই পরে হেরেছে ভারত— ছবি: গেটি ইমেজেস

নিজেদের পাতা স্পিন ফাঁদেই পরে হেরেছে ভারত— ছবি: গেটি ইমেজেস

নিজেদের ভুল কোথায় সেটা এখনও বুঝে উঠতে পারছেন না অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নেওয়ার পরেও দল কীভাবে হারল— সেই অঙ্ক এখনও মেলাতেই পারছেন না তিনি। তাই সব কৃতিত্ব ঠেলে দিয়েছেন অলি পোপের কোর্টে। স্বাগতিকদের ব্যাটিংয়ে সাহসী না হওয়ার বিষয়টিও মাথায় রেখেছেন রোহিত। উল্টো হায়দ্রবাদ টেস্টকে ক্যারিয়ারের সেরা জয় হিসেবে দেখছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।  

স্পিনের নাকি বাজবল— এমন সমীকরণের টেস্টে শুরু থেকেই পিছিয়ে ছিল ইংল্যান্ড। চারদিনের খেলাটিকে কয়েক শব্দে লিখতে গেলে অনেকটা এমন হবে— টস জিতে ব্যাটিং নেওয়া পোপ-বেয়ারস্টোদের স্পিনে নাকানিচুবানি। ভারতের রান পাহাড় গড়া এবং আরেকবার অশ্বিনদের স্পিন তোপে পড়া। এখানে যদিও ‍দৃশ্যপটে ভিন্ন চরিত্র ধারণ করেছেন কাঁধের চোটে কদিন আগেও ব্রাত্য হয়ে থাকা পোপ। আগের ইনিংসে তড়িঘড়ি করে আউট হওয়া ব্যাটারের ব্যাটে ১৯৬ রানের ইনিংস। তাতেই ১৯০ রানের লিড নিয়েও ভারতের সামনে ২৩১ রানের লক্ষ্য।

বাজবল নয় এবার স্পিনেই ভেলকি। নায়ক সেখানে অভিষেক হওয়া হার্টলি। সবশেষ ভারতের হার। ঘরের মাঠে প্রথম ইনিংসে ১০০ বা তার বেশি লিড নিয়ে এবারই প্রথমবার হেরেছে ভারত। তাইতো ম্যাচ হারের বিষয়টি এখনও মেলাতে পারছেন না রোহিত শর্মা, ‘টেস্টে আমাদের ভুল কোথায় ছিল খোঁজা মুশকিল। ১৯০ রানের লিড নিয়ে আমরা এগিয়ে ছিলাম। কিন্তু পোপের অনবদ্য ইনিংস, আমার মতে ভারতের কন্ডিশনে সেরা ইনিংস। ভেবেছিলাম ২৩০ রান সহজ মনে হয়েছিল, কিন্তু অমন হয়নি। আমরা সঠিক জায়গায় বোলিং করেছি। বোলাররা পরিকল্পনাটি সত্যিই ভালোভাবে বাস্তবায়ন করেছিল। তবে কৃতিত্ব পোপকে দিতেই হবে এবং বলতে হবে যে সে ভালোই খেলেছে। সব মিলিয়ে দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি।’

এতবেশি রান পিছিয়ে থেকেও ভারতবধকে নিজের অধিনায়কত্ব ক্যারিয়ারের সেরা জয় বলে উল্লেখ করেছেন বেন স্টোকস, ‘অধিনায়কত্ব নেওয়ার পর যেখানে খেলেছি বা যত জায়গায় খেলেছি সব বিবেচনায় এটাই ১০০% সেরা জয়। সত্যিকারের থ্রিল ছিল এখানে। হার্টলির নয় উইকেট, পোপের কাঁধের ইনজুরি কাটিয়ে প্রথমবার ফেরা। কত দুর্দান্ত। আমরা পরাজিত হওয়ার ভয় পাই না। নিজেকে খোঁজো বৃত্তের বাইরে আসো, সবকিছু ঠিকঠাক আছে।’

ম্যাচের সেরা অলি পোপের কণ্ঠেও ছিল অমন কিছু। ৭ মাসে স্বীকৃত পর্যায়ের কোনো ক্রিকেটে খেলতে পারেননি। সুযোগ পেয়ে নিজের সেরাটা দিয়ে খেলে দাপুটে জয় তুলতে পেরে তাই নিজেকে ভাগ্যবান মনে করছেন পোপ। আরেকজনের এটি অভিষেক টেস্ট। পোপ এবং হার্টলির তাণ্ডবময় টেস্টে প্রথম ইনিংসে ২৪৬ রান পর্যন্ত যেতে পারে ইংলিশরা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে তাণ্ডব চালান ভারতের প্রায় সব ব্যাটার। তিন ফিফটিতে জমা হয় ৪৩৬ রান। ১৯০ রান পেছনে থাকা ইংল্যান্ড পোপর ১৯৬ রানে ভর করে পায় ২৩১ রানের পুঁজি। যা পেরোতে নিজেদের পাতা স্পিন ফাঁদেই পরে ভারত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা