× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিব-তামিমের পরামর্শ চায় তদন্ত কমিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২১:৪৭ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২১:৫৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার তদন্ত শেষ পর্যায়ে এসে আটকে ছিল অধিনায়ক সাকিব আল হাসানের কারণে। বিশ্বকাপ দলে না থাকলেও সাবেক অধিনায়ক তামিম ইকবালও ছিলেন এই তালিকায়। দুজনের সঙ্গে বিপিএলের সিলেট পর্বে আলাদা বৈঠক করে পরামর্শ চেয়েছে তদন্ত কমিটি। তবে দুজনের মধ্যে চলা দূরত্বের বিষয়টি তারা আমলে নেয়নি।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাকিব-তামিমের সঙ্গে আলাদা বৈঠকে বসে তিন সদস্যের বিসিবির এই কমিটি। বৈঠক শেষে কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ গণমাধ্যমকে জানান, আমি মনে করি, আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না, এই মুহূর্তে বলতে পারব না। আমি বললাম আলোচনা গতিশীল হয়েছে। দুজনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব।


সোমবার সিলেটে বিপিএলে সাকিব-তামিমের খেলা না থাকায় দিনটিকে বেছে নেন সিরাজরা, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা ক্রিকেট বোর্ডে জমা দিয়ে দেব। যেহেতু ওদের দুজনকে এখানে (সিলেটে) পেয়েছি, সেজন্য সকালে এসে কথা বলে এখন চলে যাচ্ছি।’


অবশ্য আলোচনার বিষয় নিয়ে গণমাধ্যমে মুখ খুলতে চান না তারা, ‘এটা মিডিয়াতে বলার মতো না। কারণ এটা খুবই কনফিডেন্সিয়ালি ডিল হয়েছে। পরে যখন সময় আসবে আপনারা একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। (সাকিব-তামিম) দুজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি’, বলছিলেন সিরাজ।


সাকিব-তামিমের মধ্যে দূরত্বের বিষয়টি সবারই জানা। তবে বিষয়টাকে গুরুত্ব দেননি তদন্ত কমিটির সদস্যরা, ‘আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমরা আমলে আনছি না। স্থায়ী কিছু না এটা। সবকিছু সমাধানযোগ্য যদি সমাধান করতে চান।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা