× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্যামুয়েল ইতোর বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৪ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৪ পিএম

স্যামুয়েল ইতোর বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি ও দেশটির কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতোর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। পাশাপাশি মিথ্যা তথ্য ছড়ানো, হুমকি দেওয়া, সহিংসতামূলক কর্মকাণ্ডকে উসকে দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারও করেছেন বলে অভিযোগে উঠে এসেছে বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকারের বিরুদ্ধে। 

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সম্প্রতি ইতোর বিরুদ্ধে অভিযোগগুলোর একটি নথি আকারে ফিফার কাছে পাঠিয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের (ফেকাফুট) সাবেক সহসভাপতি হেনরি এনজাল্লা কুয়ান জুনিয়র। নথিটি ফিফার কাছে পাঠানোর আগে আফ্রিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (সিএএফ) তদন্ত করেছে। 

সিএএফ ইতোর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে। গত বছর সিএএফ ইতোকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে সরিয়ে দিতেও ফিফাকে আহ্বান জানিয়েছিল।

ফিফার কাছে হেনরি এনজাল্লার পাঠানোর নথির কথা ইতোর কানেও গিয়েছে। তা শুনে উল্টো হেনরি এনজাল্লাকে হুমকি দিয়েছেন সাবেক চেলসি ও বার্সেলোনার স্ট্রাইকার। 

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ইতোর পক্ষ থেকে এনজাল্লাকে একটি হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। সে হুমকিমূলক বার্তায় লেখা, ‘আমি এই বিপ্লবের মাফিয়া এবং এখানে আমরা আমাদের নেতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। আমি এখন পর্যন্ত আমাদের এ অভিযানের স্বার্থ রক্ষা করে চলেছি। যা–ই হোক, তুমি যদি আমার সঙ্গে আজেবাজে কিছু করো, তাহলে এর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হও।’

ফিফাকে পাঠানো এনজাল্লার নথিতে ইতোর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেসবের মধ্যে উল্লেখযোগ্য হলো তার একাডেমির সঙ্গে কুম্বা সিটি এফসির ম্যাচ ফিক্সিং করা। যা হয়েছিল ইতোর ইশারায়। এ ছাড়া ইতোর নিজ ক্ষমতাবলে তার ঘনিষ্ঠ সহযোগী ভ্যালেন্টিন এনকেওয়াইনের ক্লাবকে জিতিয়ে লিগে উত্তরণের ব্যবস্থা করেন।  

২০২২ কাতার বিশ্বকাপে বিতর্কের জন্ম দিয়েছিলেন ইতো। আলজেরিয়ার এক ইউটিউবার ইতোকে ভিডিও করতে থাকলে তাকে লাথি মেরে ফেলে দেন। এরপর তার বিরুদ্ধে অভিযোগ করে সেই ইউটিউবার। পরে ওই ইউটিউবারের কাছে মাফও চেয়েছিলেন ইতো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা