× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের যুবাদের চেপে ধরেছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৭ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫১ পিএম

বর্ষণের বল ছেড়ে দিলেও স্ট্যাম্প বাঁচাতে পারেনি শামিল হোসেন— গেটি ইমেজেস

বর্ষণের বল ছেড়ে দিলেও স্ট্যাম্প বাঁচাতে পারেনি শামিল হোসেন— গেটি ইমেজেস

শক্তিসামর্থ্য, পরিসংখ্যান কিংবা আসরে অবস্থান— এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণ মাথায় রেখে লড়ছেন মাহফুজুর রহমান রাব্বিরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বেনোনিতে আজ চলমান সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমত জিততে হবে, এরপর চোখ রাখতে হবে নিট রান রেটে। জুনিয়র টাইগাররা সেই কাজটা বোলিংয়ে দুর্দান্ত করছেন। শক্তিশালী পাকিস্তানকে চেপে ধরেছেন বর্ষণ-জীবনরা।

বেনোনিতে তাপ ছড়ানো মহাদ্বৈরথে পাকিস্তান যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন রাব্বি। প্রতিপক্ষের শুরুটা ভালো হলেও সেটি বেশি সময় টিকতে দেননি বর্ষণ। আগের ম্যাচে চার উইকেট নেওয়া বর্ষণ এখন অবধি নিয়েছেন তিন উইকেট। জীবন ফিরিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটারকে। এই প্রতিবেদন লেখা অবধি ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১১৪ রান। 

নক আউটে রূপ নেওয়া ম্যাচে সবকিছুতেই এগিয়ে ছিল পাকিস্তান। তাদের ঝুলিতে আছে ৬ পয়েন্ট। বাংলাদেশের অর্জন সেখানে ৪ পয়েন্ট। ম্যাচ যদি পরিত্যক্ত কিংবা টাই হয় তবে সেমির আগে বিদায়ঘণ্টা বেজে যাবে রাব্বিদের। পাকিস্তানের নিট রান রেট ১.০৬৪। বাংলাদেশের নিট রান রেট ০.৩৪৮। অর্থাৎ জিতলেই হবে না, সেমির রেসে থাকার জন্য রান রেটের জটিল হিসাবও মেলাতে হবে রাব্বিদের। 

সমীকরণ হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৫০ রান। যেমন বাংলাদেশ আগে ব্যাট করে ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের আগে অলআউট বা আটকে রাখতে হতো। সেক্ষেত্রে ০.০০১ বেশি থাকবে বাংলাদেশের রান রেট। তবে আগে বোলিং করায় সমীকরণে এসেছে বদল। পাকিস্তান আগে ব্যাট করলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মাঝে ম্যাচ শেষ করতে হবে। ৩০০ রান টার্গেট থাকলে ৩৯.৩ ওভার পর্যন্ত খেলার সুযোগ পাবেন টাইগাররা। ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভার সময় পাবে বাংলাদেশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা