× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলিকে চাপ দেবে না ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৭ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৯ পিএম

কোহলিকে ফেরার অনুরোধ করবে বিসিসিআই— সংগৃহীত ছবি

কোহলিকে ফেরার অনুরোধ করবে বিসিসিআই— সংগৃহীত ছবি

বিরাট কোহলি চলতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুটিতে নেই। ব্যক্তিগত কারণে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দুটিতে না খেলার কথা আগেই জানিয়েছিলেন কোহলি। দেশের বাইরে থাকা তারকা ব্যাটারের পরের তিন টেস্ট খেলা এখনও অনিশ্চিত। তবে ফেরার বিষয়ে দ্রুতই কোহলির সঙ্গে কথা বলবে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

বোর্ডের এক সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘মাঠে ফেরার জন্য কোহলিকে কোনো চাপ দেবে না বোর্ড। ভারতের বর্তমান দলের মিডল অর্ডার অভিজ্ঞ না হওয়াতে কোহলির সঙ্গে বসবে তারা। তবে সিদ্ধান্ত পুরোটাই কোহলির ওপর। বোর্ড তার ব্যক্তিগত জায়গাকে সম্মান করে।’

সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে কোহলি ছুটি নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছিল— মায়ের অসুস্থতার জন্য মাঠে অনুপস্থিত কোহলি। তখনই এমন গুজবকে ভুয়া আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন কোহলির ভাই বিকাশ। তবে কোহলির আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ ডি ভিলিয়ার্স জানিয়েছেন ভিন্ন তথ্য। প্রোটিয়া তারকা বলেছেন, দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন কোহলি-আনুশকা দম্পতি। তাই ছুটি নিয়েছেন কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মিডল অর্ডারে ব্যাটিং করছেন শ্রেয়াস আয়ার, রজত পাতিদার, অক্ষর প্যাটেল ও শ্রীকর ভরত। চোটের কারণে নেই লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। জাদেজার সিরিজে খেলা নিয়ে শঙ্কা থাকলেও তৃতীয় টেস্টে ফিরতে পারেন রাহুল। বোর্ডের সূত্র জানিয়েছে, ‘রাহুল ঠিকভাবেই সেরে উঠছে। ওর তৃতীয় টেস্টে ফেরার জোরালো সম্ভাবনা আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা