× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমালোচনার জবাবে ভক্তের সঙ্গে বাজি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪২ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৮ পিএম

সমালোচনার জবাবে ভক্তের সঙ্গে বাজি

বড় আশা নিয়েই ইউক্রেনের ফুটবলার মিখায়লো মুদ্রিককে দলে টেনেছিল চেলসি। শুধু মুদ্রিকই নয়, বড় প্রজেক্টের অংশ হিসেবে বিপুল অর্থ দিয়ে অনেক খেলোয়াড়কেই নিজেদের করে নিয়েছে লন্ডনের ক্লাবটি। বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন তরুণ সেনসেশন এনজো ফার্নান্দেজ, বেলজিয়ামের রোমিও লাভিয়া কিংবা কলম্বিয়ার মইসেস কাইসেডোকে তারা দলে টেনেছিল বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে। 

কিন্তু মাঠের খেলায় ভক্তদের প্রতিনিয়ত হতাশ করছে লন্ডনের চেলসি। এই মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নেই তারা। এফএ কাপের পঞ্চম রাউন্ডে আছে। গিয়েছে লিগ কাপের ফাইনালেও। তবে মূল আসর প্রিমিয়ার লিগে একের পর এক পরাজয় উপহার দিয়েছে তারা। 

লিভারপুলের বিপক্ষে গত সপ্তাহেই ৪-১ গোলে বিধ্বস্ত হয় চেলসি। এরপরেই ক্ষুব্ধ এক সমর্থক ইনস্টাগ্রামে বার্তা পাঠান মুদ্রিকের কাছে। যেখানে ক্ষুব্ধ এই সমর্থক লিখেছিলেন, ‘কী যাচ্ছেতাই ফুটবল খেলেছ তুমি?’ তুমি কি ভুলে গেছ, কীভাবে ফুটবল খেলতে হয়?’ ক্ষুব্ধ সেই সমর্থক মুদ্রিককে ওয়ান অন ওয়ান অনুশীলনের পরামর্শ দিয়ে বলেন, যখনই তুমি মাঠে থাকো, মনে হয় আমরা ১০ জন নিয়ে খেলছি।’  

সমর্থকের কাছ থেকে এমন সব মন্তব্য হজম করতে পারেননি মুদ্রিক। পাল্টা জবাবও দিয়ে ফেলেছেন। সেই সমর্থককেই ১০ হাজার পাউন্ডে ওয়ান অন ওয়ানে আমন্ত্রণ জানান তিনি। বিপরীতে সেই ভক্ত বলেন, ‘ভাই! এই পর্যায়ে এসে আমিই তোমাকে প্রতিটি গোল করার জন্য পয়সা দেব।’ 

সেই স্ক্রিনশট সামনে এনে চেলসি ক্লাবের পক্ষ থেকে এই বিষয়ে জবাব চেয়েছেন এই ভক্ত। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও আপাতত মুদ্রিক, চেলসি কিংবা ম্যানেজার মাউরিসিও পচেত্তিনো কেউ মুখ খোলেননি। চেলসির পরবর্তী ম্যাচ আজ রাতে এফএ কাপে। যেখানে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। 

আগামী সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের খেলায় মাঠে নামতে হবে তাদের। ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত তারা আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১১তম স্থানে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা