× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায় আর্জেন্টাইন ‘আইকনিক’ সমর্থক তুলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৩ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৫ পিএম

বিদায় আর্জেন্টাইন ‘আইকনিক’ সমর্থক তুলা

২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা৷ লুসাইলের  ফাইনালে ফ্রান্সকে কাঁদিয়ে মেসিদের শিরোপা জয়ের উল্লাসে অনবরত ড্রাম বাজিয়ে উদযাপন করা এক বৃদ্ধের ছবি এখনও অনেকের চোখে ভাসার কথা। এই ভদ্রলোকের নাম কার্লোস পাসকুয়াল, আর্জেন্টিনার ফুটবল জগতে যাকে সবাই ‘তুলা’ নামেই চেনেন। আইকনিক এই সমর্থক গতকাল রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। খবরটি জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম ‘ক্লারিন’। 

বার্ধক্যজনিত কারণ ছাড়াও শরীরে নানারকম জটিল সমস্যায় ভুগছিলেন তুলা। যে কারণে গত ৩১ জানুয়ারি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসের মিতের সানাতোরিয়াম হাসপাতালে অস্ত্রোপচার করান তিনি। কিন্তু অস্ত্রোপচারের পর কোমায় চলে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। এরপর আর জ্ঞান ফেরেনি এই আইকনিক সমর্থকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এই আইকনিক সমর্থক ফিফা দ্য বেস্টের ‘বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড’ও  জিতেছিলেন৷ 

তাকে কেন আর্জেন্টিনার আইকনিক সমর্থক বলা হয় সেটা ফিফা দ্য বেস্টের পুরস্কার হাতে বলেছিলেন, ‘আর্জেন্টাইন হিসেবে আমি খুশি। কারণ, প্রায় সব পুরস্কারই আমরা জিতেছি। দিবু (মার্টিনেজ), স্কালোনি ও মেসি জিতেছে। সমর্থক হিসেবে তাই আমি ভীষণ আনন্দিত। ১৯৭৪ বিশ্বকাপ থেকে আজকের দিন পর্যন্ত আমি সব বিশ্বকাপ ও কোপা আমেরিকায় ছিলাম।’

জানা যায়, আর্থিকভাবে সচ্ছল না হলেও আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন দিতে তুলা এক ডজনের বেশি দেশ ভ্রমণ করেছেন। যাত্রাপথে যখন যেখানে যা পেয়েছেন, তাতেই চড়ে বসেছেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল গানের ভিডিওতেও ছিলেন তুলা। আর এসবই তিনি সম্ভব করেছেন শুধু স্প্যানিশ ভাষাকে পুঁজি করে। যেটা খুব ভালো জানতেন। 

তুলার মৃত্যুতে শোক জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) করা পোস্টে তাপিয়া লিখেছেন, ‘আমরা একে অপরকে কখনও ভুলব না। তোমাকে সব সময় মনে রাখব তুলা!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা